পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ অধ্যায় ।] ৰুরিস্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র । ৫৬১ কিন্তু তৎকালে আমি আপনি যেমন পরিচিত, তেমনি ১৩ পরিচয় পাইব । এখন প্রত্যয় ও প্রত্যাশা ও প্রেম, এই তিন আছে, কিন্তু ইহার মধ্যে প্রেমই শ্রেষ্ঠ । ১৪ অধ্যায় । ১ নানা ভাষা কহনের অপেক্ষা উপদেশ দানের শ্রেষ্ঠতা ৬ ও উপদেশ দিয়া লোকদিগকে বুঝাইবার আবশ্যকতা ২ • ও বুঝাওনের ফল ২৬ ও উপদেশ ও ভাষা কহনের বিষয়ে পৌলের কথা ৩৪ ও মণ্ডলীতে স্ত্রীলোকদের উপদেশ দেওনের নিষেধ ৩৬ ও পৌলের শাসনবাক্য । - ১ প্রেমের অনুষ্ঠান করিয়া পবিত্র আত্মার সকল দান, ২ বিশেষতঃ উপদেশ দিবার ক্ষমতা চেষ্টা কর । যে জন পরভাষা কহে, সে মানুষের উদ্দেশে না কহিয়৷ ঈশ্বরের উদ্দেশে কহে; কারণ আত্মার আবেশে নিগূঢ় ৩ কথা কহিলেও তাহা কাহারো বোধগম্য হয় না; কিন্তু যে কেহ উপদেশ দেয়, সে মনুষ্যদিগের নিষ্ঠা ও হি৪ তোপদেশ ও সাস্তুনার নিমিত্তে কথা কহে । যে জন পরভাষাতে কহে, সে আপনার নিষ্ঠ জন্মায় ; কিন্তু * যে উপদেশ দেয়, সে মণ্ডলীর নিষ্ঠা জন্মায় । অতএব তোমরা সকলে যে পরভাষা কহিতে পার, এ আমার বাঞ্ছা ; কিন্তু যে উপদেশ দিতে পার, ইহাতে আমার অধিক বাঞ্ছা ; কেননা পরভাষাবক্ত। যদি মণ্ডলীর নিষ্ঠ জন্মাইবার নিমিত্তে ভাবাৰ্থ বুঝাইয়া না দেয়, তবে তাহহেইতে উপদেশকৰ্ত্তা শ্রেষ্ঠ বটে । ৬ হে ভ্রাতৃগণ, এখন তোমাদের নিকটে গিয়া প্রকাশিত বাক্য কি বিদ্যার কথা কি উপদেশ কি শিক্ষা, এই সকল সম্বলিত কথা না কহিয়। যদি কেবল পর ভাষা কহি, তবে তোমাদের কি লাভ হইতে পারে ? 561