পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪ অধ্যায় ] করিন্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র। ৫৬৩ ১৮ তথাপি তাহাতে পরের নিষ্ঠা হয় না । তোমাদের সৰ্ব্বাপেক্ষী অামি অনেক পরভাষা কহিয়া ঈশ্বরের ১৯ ধন্যবাদ করিতেছি ; কিন্তু মণ্ডলীর মধ্যে অন্য ভাষার দ্বারা দশ সহস্ৰ কথা কহা অপেক্ষায় বরঞ্চ যাহাতে পরের উপদেশ হয়, এমন তাহদের বোধগম্য পাচটা কথা কহা অামি ভাল বাসি । ২ - হে ভ্রাতৃগণ, তোমরা বুদ্ধিতে বালকগণের ন্যায় হইও না, বরঞ্চ পরের হিংসাতে শিশুগণের মত হই২১ মা বুদ্ধিতে বয়ঃপ্রাপ্তের ন্যায় হও । শাস্ত্রে লিপি আছে, “পরমেশ্বর কহিতেছেন, আমি পরকীয় ভাষার “এবং বিদেশিদের ওষ্ঠের দ্বারা এই লোকদের সহিত “কথোপকথন করিব, তথাচ তাহারণ আমার কথাতে ২২ “মনোযোগ করিবে না ।” অতএব ঐ যে পরভাষা কহ, তাহ অবিশ্বাসিদের নিমিত্তেই চিহ্নস্বৰূপ হয়, কিন্তু বিশ্বাসিদের কারণ নহে ; অণর উপদেশ দেওয়া অবিশ্বাসিদের জন্যে নয়, কিন্তু বিশ্বাসিদের জন্যে । ২৩ সমুদয় মণ্ডলী যদি এক স্থানে একত্র হইয়া প্রত্যেকে ভিন্ন ২ ভাষা কহে, তবে সে সভার মধ্যে কোন অশিক্ষিত কি অবিশ্বাসি লোক অগসিয়া কি তোমাদিগ২৪ কে উন্মত্ত বলিবে না ? কিন্তু সকলে যখন উপদেশ দেয়, তৎকালে যদি এক জন অবিশ্বাসী কি অশিক্ষিত আইসে, তবে তাবৎ লোকদ্বারা প্রবুদ্ধ ও দূষিত হই২৫ মা তাহার মনের গুপ্ত কথা সকলি ব্যক্ত হওয়াতে সে অধোমুখে পড়িয়া ঈশ্বরের ভজনা করিয়া, নিতান্ত ঈশ্বর তোমাদেরই মধ্যে আছেন, এই কথা কহিবে । ২৬ হে ভ্রাতৃগণ, আর কি বলিব ? যে সময়ে তোমর একত্র হও, তৎকালে তোমাদের মধ্যে কাহারো গীত 563