পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫ অধ্যায় ।] করিন্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র । ৫৬৭ য়াছেন, এই কথা কহিয়৷ আমরা ঈশ্বরের বিরুদ্ধে ১৬ সাক্ষ্য দিলাম । মৃত লোকদের উত্থান যদি না হয়, ১৭ তবে খ্রীষ্টেরও উত্থান হয় নাই । এবং যদি খ্রীষ্টের উত্থান না হইয়া থাকে, তবে তোমাদের বিশ্বাসও ১৮ মিথ্যা, তোমরাও এখন পর্যন্ত পাপগ্ৰস্ত আছে; এবং যাহারা খ্রীষ্টের আশ্রিত হইয়া মহানিদ্র। প্রাপ্ত হুই১৯ য়াছে, তাছার বিনষ্ট হইয়াছে । খ্রীষ্টের প্রতি আ|মাদের প্রত্যাশ৷ যদি কেবল ইহকালে হয়, তবে অ|মর তাবৎ মনুষ্যহইতে দুর্ভাগ্য । ২ - এখন খ্রীষ্ট কবরহইতে উত্থান করাতে মহানিদ্রা২ ১ প্রাপ্ত লোকদের প্রথমজাত ফলস্বৰূপ হইয়াছেন ৷ যেমন মনুষ্যদ্বারা মৃত্যুর সঞ্চার হইয়াছে, তেমন মনুষ্যদ্বারা মৃত লোকদের উত্থানের সঞ্চারও হইয়াছে । ২২ আদমদ্বারা যেমন সকলে মৃত্যুর অধীন হইয়াছে, তে২৩ মনি খ্রীষ্টদ্বারা সকলেই সজীব হইয়া উঠিবে । কিন্তু প্রত্যেক জন আপন২ দলে উঠে; প্রথমে প্রথমজাত ফলস্বৰূপ খ্রীস্ট, দ্বিতীয়ে তাহার আগমন সময়ে সমু২৪ দয় খ্রীষ্টের আশ্রিত লোক । এই প্রকারে তিনি তাবৎ শাসন ও কর্তৃত্ব ও পরাক্রম বশীভূত করিলে পর যে সময়ে আপন পিতা ঈশ্বরের নিকটে রাজ্য স২৫ মর্পণ করিবেন, সেই দিন শেষদিন হুইবে । কিন্তু যাবৎ খ্ৰীষ্ট সমুদয় শত্রুকে আপন পদতলে দলিত ২৬ না করিবেন, ও শেষশতু যে মৃত্যু সে যাবৎ বিনষ্ট না ২৭ হইবে, তাবৎ তাহাকে রাজত্ব করিতে হইবে । কেনন। ঈশ্বর সকলি তাহার পদতলে রাখিলেন । কিন্তু তাহার পদতলে সকলি রাখিলেন, এই কথাতে যিনি সকলি তাহার অধীন করিলেন, তিনি স্বয়ং তাহার 567