১৬ অধ্যায়।] করিন্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র। ৫৭১ ১৬ অধ্যায় । ১ দান করিতে পৌলের উপদেশ ১০ ও তীমথিয় ও আপল্লোর ৰিষয়ে পৌলের কথা ১৫ ও স্তিফান প্রভূতি ভাতৃগণ বিষয়ে তাহার কথা ১৯ ও নমস্কার প্রেরণ ও সমাপ্তির কথা। " পবিত্র লোকদের নিমিত্তে চাদণর বিষয়ে গলাতীয় দেশস্থ মণ্ডলী সকলের প্রতি যে অণজ্ঞ দিয়াছি, তদনুসারে তোমরাও কর; অর্থাৎ আমার উপস্থিত হওন সময়ে যেন চাদ না হয়, এই নিমিত্তে তোমরা প্রত্যেক জন তাপন ২ লাভানুসারে ধন সঞ্চয় করিয়া সপ্তাহের প্রথম দিনে আপনাদের নিকটে কিছু২ রাখ। আর আমার উপস্থিত হওন সময়ে তোমরা যাহাদিগকে বিশ্বাস্য জ্ঞান করিবা, তাহাদিগকে পত্ৰ দিয়া অামি তাহাদের দ্বারা তোমাদের সেই দান যিৰূশালমে পঠাইয়া দিব । কিন্তু যদি তথায় অামার গমন উপযুক্ত হয়, তবে তাহারা আমার সঙ্গে যাইবে । মাকিদনিয়া দেশ দিয়া অামাকে যাইতে হইবে ; আর ঐ দেশ দিয়া গমনের পর তোমাদিগের নিকটে যাইব । এবং কিছু দিন বিলম্ব করিয়া হয় তো শীতকালের শেষ পৰ্যন্ত তোমাদের নিকটে থাকিব ; পরে তোমাদের অনুবর্জন পাইয়া আমার যে স্থানে গন্তব্য, সেই স্থানে যাত্রা করিব । কেননা পথের মধ্যে যে তোমাদের সহিত কেবল এক বার সাক্ষাৎ করিয়৷ যাই, আমার এমন বাঞ্ছা নয় ; কিন্তু প্রভূ যদি অনুমতি দেন, তবে তোমাদের সহিত কিছু দিন বাস করিতে আমার বাসনা অাছে । তথাপি নিস্তারপর্বের পঞ্চাশ দিন পৰ্য্যন্ত আমি ইফিষ নগরে থাকিব ; য়ে 57.1
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৮১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।