পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

● 것 করিন্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র। [১৬ অধ্যায় । হেতুক অনেক প্রতিবন্ধক থাকিলেও কাৰ্য্যসাধক বৃহৎ দ্বার মুক্ত হইয়াছে । তীমথিয় যদি তোমাদের নিকটে উপস্থিত হয়, তবে যাহাতে সে নিৰ্ভয়ে থাকে, ইহাতে মনোযোগ করিও ; কেননা আমি যেমন তেমনি সেও প্রভুর কৰ্ম্মে যত্নবান আছে । কেহ তাহাকে অসমাদর না করুক ; কিন্তু সে আমার নিকটে যাহাতে আসিতে পারে, তদ্রুপ অনুবর্জিয় কুশলে প্রেরণ কর ; আমি ভ্রাতৃগণের সহিত তাহার অপেক্ষাতে আছি । আপল্লেী ভ্রাতার বিষয়ে লিখিতেছি, ভ্রাতৃগণের সহিত তোমাদের নিকটে যাইতে তাহাকে বিস্তর বিনতি করিয়াছি, কিন্তু এইক্ষণে যাইতে কোন প্রকারে তাহার বাঞ্ছা নয় ; তথাপি সুযোগ পাইলে অবশ্য যাইবে । তোমরা সচৈতন্য হইয়। খ্রীষ্টের ধৰ্ম্মে সুস্থির হও, ও পুরুমত্ব প্রকাশ করিয়া বলবান হও ; অণর প্রেমেতে তাবৎ কৰ্ম্ম নিম্পন্ন কর । হে ভ্রাতৃগণ, আখায় দেশের প্রথম ফলস্বৰূপ স্তিফানের পরিজনবগ যে পবিত্র লোকদের সেবা করিয়া আসিতেছে, ইহা তোমরা জ্ঞাত আছ । অতএব তোমরা এই প্রকার লোকদের এবং আমাদের প্রত্যেক সহকারি ও শ্রমকারির বশীভূত হও, তোমাদিগকে এই বিনতি করিতেছি । স্তিফানের ও ফত্‌নাতের এবং অাখায়িকের উপস্থিত হওনে আহিলাদিত হইলাম, কেননা তোমাদের হইতে যে জুটি ছিল, তাহা তাহারা সম্পূর্ণ করিয়াছে । তাহদের দ্বার তোমাদের ও আমার মন আপ্যায়িত হইয়াছে; অতএব তোমরা এই প্রকার লোকদিগকে মান্য করিও । 572 У о X > > ネ > \う > 8 > (t > No > > ク・