১ অধ্যায়।] করিন্থীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পত্র । ৫৭৩ ১৯ তোমাদের প্রতি আণশিয়। দেশস্থ মণ্ডলীদিগের নমস্কার এবং আকৃিলা ও প্রিস্কিল্লা ও তাহদের গৃহস্থিত ২ - মণ্ডলীর পুনঃ২ নমস্কার জানিবা । এবং তোমাদের প্রতি সমস্ত ভ্রাতার নমস্কার জানিবা । তোমরা পবিত্র ২১ চুম্বনে পরস্পর নমস্কার কর । আর আমি যে পোল, আমি স্বহস্তে লিখিত নমস্কার তোমাদিগকে জানাই২২ তেছি । যদি কেহ প্রভূ যীশু খ্ৰীষ্টকে প্রেম ন৷ করে, তবে সে শাপগ্রস্ত হউক ; প্রভু আসিতেছেন । ২৩ আমাদের প্রভূ যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের প্র২৪ তি থাকুক । খ্ৰীষ্ট যীশুর দ্বারা তোমাদের সকলের প্রতি আমার প্রেম থাকুক । ইতি । করিন্থীয় মণ্ডলীর প্রতি পেল প্রেরিতের দ্বিতীয় পত্র। ১ অধ্যায় । ১ মঙ্গলাচরণ ৩ ও গ্রীষ্টের শিষ্যদের দুঃখেতে সুখবোধ ১২ ও করিস্থীয় মণ্ডলীর প্রতি প্রেরিতদের ব্যবহার ১৫ ও তাঁহাদের কাছে পৌলের গমন স্থির করণ ২৩ ও তাহার অনাগমনের কারণ নির্ণয় । ১ ঈশ্বরের ইচ্ছাতে যীশু খ্রীষ্টের প্রেরিত পোল এবং তীমথিয় নামে এক ভ্রাত করিন্থ নগরে ঈশ্বরের মণ্ডলীকে এবং তাবৎ আখায় দেশীয় সমুদয় পবিত্র ২ লোককে পত্র লিখিতেছে । আমাদের পিতা ঈশ্বর এবং প্রভূ যীশু খ্ৰীষ্ট তোমাদিগকে অনুগ্রহ ও শান্তি প্রদান করুন ! - 373
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৮৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।