পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৭৬ করিন্থীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পত্র। (২ অধ্যায় । যাহার কথণ আগমণদের দ্বারা অর্থাৎ আমার ও সীলের ও তীমথিয়ের দ্বারা তোমাদের নিকটে প্রচারিত হইয়াছে, এমন যে ঈশ্বরের পুত্র যীশু খ্ৰীষ্ট, তাহার বিষয়ে যে হাঁ, সে সংশয়যুক্ত না হইয়া যথার্থ ই ছিল । যেহেতুক আমাদের দ্বারা যেন ঈশ্বরের মহিমা প্রকাশ পায়, এই জন্যে ঈশ্বরের যত প্রতিজ্ঞাত বাক্য, সে সকল ত হাতে ই অর্থাৎ তাহতে সত্য হইয়াছে । তোমাদিগকে ও অামাদিগকে অতিষিক্ত করিয়৷ খ্রীষ্টে স্থির করিয়াছেন যে ঈশ্বর, তিনি অামাদের অন্তঃকরণে বায়নাস্বৰূপ পবিত্র আত্ম দিয়া তামাদিগকে চিহ্নিত করিয়াছেন । তার কেবল তোমাদের প্রতি দয়া করিয়া এখন পৰ্য্যন্ত করিন্থ নগরে যাই নাই, ঈশ্বরকে সাক্ষী মানিয়া অামি আপনার প্রাণের দিব্য করিতেছি । তোমাদের বিশ্বাসের ভশয়ে আমর কর্তৃত্ব করি তাহ। নয়, কিন্তু তোমাদের আনন্দের সহায়তা করি ; যেহেতুক বিশ্বাসদ্বারা তোমাদের স্থিতি হইতেছে । ২ অধ্যায় । ১ পৌলের আগমনেতে যেন দুঃখ উপস্থিত না হয় এই নিমিত্তে বহিভূত লোককে গ্রহণের পরামর্শ ১২ ও সুসমাচার প্রচার করণে পৌলের কর্মের সফলতা । আর তোমাদিগকে দুঃখ দিবার জন্যে পুনর্বার তোমাদের নিকটে যাইব না, ইহা মনে স্থির করিয়াছি । কেনন। আমি যদি তোমাদিগকে ক্লেশ দি, তবে যে আমদার ক্লিষ্ট হয়, সে ব্যতিরেকে অণমাকে আর কে সুখ দিতে পারে? আমার আহলাদ চুইলে তোমাদের সকলের আহলাদ হয়, ইহা নিশ্চয় 576 R • R > ૨. ર R. No R 3