পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ অধ্যায় ।] করিন্থীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পত্র । ৫৭৯ এব তোমরা অামাদিগেতে সমৰ্পিত যে খ্রীষ্টের পত্রস্বৰূপ, ইহা সকলের কাছে প্রকাশ পাইতেছে । ৪ খ্ৰীষ্টদ্বারা ঈশ্বরের প্রতি আমাদের এই প্রকার দৃঢ় ৫ বিশ্বাস আছে ; আমরা যে নিজ গুণে কিছু মীমাংস। করিতে পারি এমন যোগ্য নহি, কিন্তু ঈশ্বরহইতে ৬ আগমণদের যোগ্যতা । আর তিনি আমাদিগকে ব্যবস্থার সেবক নয়, কিন্তু আত্মার নূতন নিয়মের সেবক হইবার ক্ষমতা দিয়াছেন ; যেহেতুক ব্যবস্থা মৃত্যুৰূপ ৭ দণ্ড দেয়, কিন্তু আত্ম জীবন দেন । যদি প্রস্তরে খোদিত মৃত্যুজনক ব্যবস্থার প্রকাশ করণ সেবা এমন তেজস্ব হইল, যে ইসায়েল লোকেরা ঐ অচিরস্থায়ি তেজঃ প্রযুক্ত মূসার মুখের প্রতি দৃষ্টিপাত করিতে ৮ পারিল না, তবে তদপেক্ষ আত্মার প্রদান প্রকাশ ৯ করণ সেবা কি অধিক তেজস্বী হইবে না ? কেননা দণ্ডণজন্তা প্রকাশ করণ সেবার যে তেজঃ, তদপেক্ষা পুণ্য প্রকাশ করণ সেবার তেজঃ কি গুরুতর হইবে ১ - না ? অতএব এখনকার উৎকৃষ্ট তেজের সঙ্গে তুলনা ১১ দিতে গেলে ঐ পূৰ্ব্বকার তেজ নিস্তেজ হয় । যাহার লোপ হইবে তাছা যদি তেজোময় হইল, তবে যাহা চিরস্থায়ি তাহ অবশ্য ততোধিক তেজোময় হইবে । ১২ এই প্রকার প্রত্যাশা থাকাতে আমরা অতি সাহস ১৩ পূর্বক সকল কথা কহিতেছি । ইয়ায়েলের লোকের যেন সেই অচিরস্থায়ি তেজের ফল নিরীক্ষণ করিতে না পায়, এই জন্যে মূসা যাদৃশ আপন মুখে ঘো১ ৪ মটা রাখিল, আমরা তাদৃশ করি না । তাহদের মন অন্ধীকৃত হইল, কেননা সেই পূর্ব নিয়মের প্রসঙ্গ পাঠ করিতে গেলে অদ্য পৰ্যন্ত সেই ঘোমটা থাকে। 579