পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] করিস্থীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পত্র। ●b>3 ৬ সেবক, এই প্রসঙ্গ প্রচার করিতেছি । অন্ধকারের মধ্যে দীপ্তি প্রকাশ পাইতে আজ্ঞা দিলেন যে ঈশ্বর, তিনি যীশু খ্রীষ্টের মুখে প্রকাশিত যে ঈশ্বরের মহিমাযুক্ত জ্ঞানৰূপ তেজঃ, তাহ দেখাইবার জন্যে আমাদের মনের মধ্যে দীপ্তি প্রকাশ করিলেন । ৭ তার শক্তি ৰূপ ধনের উৎকৃষ্টত অামাদের প্রতি ন৷ বৰ্ত্তিয় যেন ঈশ্বরের প্রতি বৰ্ত্তে এই জন্যে মৃৎপাত্রস্বৰূপ যে আমরা, আমরা সেই ধনের আধারস্বৰূপ ৮ হইয়াছি । তাহাতে পদে ২ দায়গ্ৰস্ত হইয়াও ব্যাকুলিত নহি, এবং উপায়হীন হইয়াও নিরাশ নহি ; ৯ এবং তাড়িত হইয়াও অনাথ নহি, এবং অধঃপতিত ১০ হইয়াও নষ্ট নহি । ধীশু জীবৎ হইয়াছেন, তামাদের এই শরীরে তাহ যেন প্রকাশিত হয়, এই নিমিত্তে প্রভূ যীশুর ন্যায় আমরা নিত্য মৃত্যু ভোগে ১ ১ ভ্রমণ করিতেছি । যীশু জীবৎ হইয়াছেন, আমাদের এই মর্ত্য দেহেতে তাহা যেন প্রকাশিত হয়, এই জন্যে আমরা সজীব হইয়। নিত্য যীশুর নিমিত্তে ১২ মৃত্যুর মুখগত হই । এ ৰূপে আমরা মৃত্যুগ্রস্ত হই তেছি, কিন্তু তোমরা জীবনপ্রাপ্ত হইতেছ । ১৩ “আমি বিশ্বাস প্রযুক্ত কথা কহিলাম,” এই যে শাস্ত্রোক্ত বচন আছে, তজপ আমরাও বিশ্বাস জনক আত্মা পাইয়। বিশ্বাস করি, এই প্রযুক্ত কথা কছি১৪ তেছি । যিনি প্রভূ যীশুকে উত্থান করাইয়াছেন, তিনি যীশুদ্বারা আমাদিগকেও উত্থান করাইয় অপেন সাক্ষাতে তোমাদের সহিত অণমাদিগকে উপস্থিত ক১৫ রিবেন, ইহু। আমরা জানি । আর তোমাদের ছি তের নিমিত্তে সকলি হইতেছে ; তাঙ্গতে অনেকের 581