পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tレア3 করিন্থীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পত্র । (৫ অধ্যায় । সকলে আপনাদের নিমিত্তে প্ৰাণ ধারণ না করিয়া, যিনি তাহদের নিমিত্তে মরিলেন এবং কবরহইতে উঠিলেন, তাহার নিমিত্তে যেন প্রাণ ধারণ করে, এই জন্যে তিনি সকলের কারণ মরিলেন । অতএব আদ্যবধি জাত্যনুসারে কাহাকেও মানি না ; আর যদ্যপি পূর্বে খ্ৰীষ্টকে জাত্যনুসারে মানিয়াছি, তথাপি অদ্যাবধি অণর মানিব না । কেহ যদি খ্রীটের আশ্রিত হয়, তবে সে নূতন সৃষ্টস্বৰূপ হয় ; তাহার পুরাতন বিষয় লুপ্ত হয় ; দেখ, সকলি নূতন হইয়। উঠে । কিন্তু যীশু খ্ৰীষ্টদ্বার। তাণপনার সঙ্গে আমাদের সম্মিলন করিয়া সম্মিলনের সংবাদ প্রচার করণের সেবকপদ আমাদিগকে সমর্পণ করিয়াছেন যে ঈশ্বর, তিনি এই সকল সাধন করিতেছেন । এই ৰূপে ঈশ্বর জগজনের অপরাধ গণনা না করিয়৷ খ্রীষ্টেতে আপনার সহিত তাহাদের মিলন করিয়াছেন, এবং সেই মিল > No > > ケ S > নের কথা অণমাদিগকে প্রদান করিয়াছেন । তএব ই ও আমরা খ্রীষ্টের নিমিত্তে দূতের কৰ্ম্ম সম্পন্ন করিতেছি ; এবং ঈশ্বর আমাদের দ্বারা তোমাদিগকে সাধ্যসাধনা করিলে, আমরা খ্রীষ্টের পরিবর্তে তোমাদিগকে এই বিনয় করিতেছি, তোমরা ঈশ্বরের সহিত সম্মিলিত হও । কেননা আমরা যেন খ্রীষ্টের দ্বারা ঈশ্বরীয় পুণ্যস্বৰূপ হই, এই জন্যে র্যাহার সঙ্গে পাপের কোন সম্পর্ক ছিল না, তাহাকে পাপস্বৰূপ করিলেন । ৬ অধ্যায় । ১ সুসমাচার প্রচার করণে পৌলের বিশ্বস্তুত ১৪ ও দেবপজকদের লহিন্ত মিত্র তা করণে নিষেধ । 584 R >