পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৮৮ করিস্থীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পত্র। [৭ অধ্যায়। তাহা মনঃপরিবর্তনজনক হইল, এই জন্যে অণহলদিত হইলাম ; আর তোমরা যে খেদ করিয়াছিল, সে ঈশ্বরের গ্রাহ হইয়াছে, অতএব আমাদের দ্বারা কোন প্রকারে তোমাদের হানি হয় নাই । যেহেতুক ঈশ্বরের গ্রাহ্য যে খেদ, তাহা পরিত্রাণজনক আখেদনীয় মনঃপরিবর্তন জন্মায় ; কিন্তু সাংসারিক বিষয়ে যে খেদ, সে মৃত্যুকে জন্মায় । দেখ, তোমরা ঈশ্বরের গ্রাহ যে খেদ করিয়াছিলা, সেই খেদ তোমাদের কি পৰ্য্যন্ত উদ্যোগ ও দোষ প্রক্ষালন ও অসন্তোষ ও ভয় ও দৃঢ় বাঞ্ছা ও প্রীতি ও দণ্ডাজ্ঞ প্রদান, এই সকল জন্মাইল ; এতদ্বিষয়ে তোমরা যে পরিস্কৃত এই প্রকরে ইহার সম্পূর্ণ প্রমাণ দিয়াছ । অতএব অপকারক কি অপরুত কোন জনকে দুঃখ দিবার জন্যে যে লিখিয়াছিলাম তাহ নয় ; কিন্তু ঈশ্বরের সাক্ষাতে তোমাদের প্রতি আমাদের তত্বাবধারণ করা যেন প্রকাশ পায়, এই নিমিত্তে লিখিয়ছিলাম । এ প্রযুক্ত তোমাদের সাত্বনার সংবাদ পাইয়। আমরাও সান্থন পাইলাম ; বিশেষতঃ তীতের মন যে তোমাদের সকলের দ্বারা আপ্যায়িত ছিল, এই জন্যে আমরাও তাহার আনন্দ প্রযুক্ত অতি আনন্দিত হইলাম । তীতের কাছে অামি তোমাদের যে শ্লাঘ। করিয়াছিলাম, তাহাতে লজ্জা পাইলাম না ; কিন্তু যেমন আমরা তোমাদের প্রতি তাবৎ বিষয় সত্য কহিয়! থাকি, তেমনি তীতের সাক্ষাতে আমরা যে শ্লাঘ। করিয়াছিলাম, তাহাও সত্য হইল । আর তোমরা তাজ্ঞাবহ হইয়া অতিশয় ভয়ে কাপিতে ২ কিৰূপে তাহাকে অতিথি করিয়াছিল, তাহা স্মরণ করিয়া তোমাদের প্রতি 588 > o. > X > え > ヘ○ X 8 > (R