পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6 a মথিলিখিত সুসমাচার। [১৫ অধ্যায় । হে নারি, তোমার বড়ই বিশ্বাস, অতএব তোমার মনেবাঞ্ছা সিদ্ধ হউক ; তাহাতে তদণ্ডেই তাহার কন্য शूङ्। इड्रेन्न । তদনন্তর যীশু তথাহইতে প্রস্থান পূর্বক গালীলীয় সমু- ২৯ দ্রের নিকটে আসিয়া পৰ্ব্বতারোহণ করিয়৷ সেই স্থানে বসিলেন । পরে লোকসমূহ অনেকই খঞ্জ ও অন্ধ ও ৩৭ বোবা ও নুলাদি লোকদিগকে সঙ্গে লইয়। যীশুর কাছে অগসিয়া তাহার চরণে রাখিল ; তাহাতে তিনি তাহাদিগকে সুস্থ করিলেন । এই ৰূপে বোবা কথা কহিতেছে, ৩১ ও নুল সুস্থ হইতেছে, ও খঞ্জ গমন করিতেছে ও অন্ধ দশন করিতেছে, এই সকল দেখিয়া লোকেরা আশ্চৰ্য্য জ্ঞান করিয়া ইসায়েলের ঈশ্বরের ধন্যবাদ করিল। তখন যীশু আপন শিষ্যদিগকে ডাকিয়া কছিলেন, এই ৩২ লোকারণ্যের প্রতি আমার দয়া হইতেছে ; তাহার। তিন দিবস আমার সঙ্গে আছে, এবং তাহদের নিকটে খাদ্য দ্রব্য কিছুই নাই ; অতএব আমি তাহাদিগকে অনাহারে বিদায় করিব না, পাছে তাহার। পথের মধ্যে ক্লান্ত হয় । তখন শিষ্যেরা কহিল, এত লোককে তৃপ্ত করিতে আমরা ৩৩ এই প্রান্তরের মধ্যে কোথায় রুটী পাইব ? যীশু জিজ্ঞ - ৩৪ সিলেন, তোমাদের কাছে কত রুটী আছে । তাহারা কহিল, সাত রুট, আর অলপ ক্ষুদ্র মৎস্য আছে । তখন ৩৫ তিনি লোকসমূহকে ভূমিতে বসিতে আজ্ঞা করিয়া সেই ৩৬ সাত রুট এবং মৎস্য লইয়। ঈশ্বরের গুণানুবাদ পূৰ্ব্বক ভাঙ্গিয়া শিষ্যদিগকে দিলে শিষ্যেরা লোকদিগকে দিল । তাহাতে সকলে ভোজন করিয়া তৃপ্ত হইল ; এবং অব- ৩৭ শিষ্ট খাদ্যেতে পূর্ণ সাত ডালী কুড়াইয়া লইল । এই ৩৮ ভোক্তার স্ত্রী ও বালক ছাড়া প্রায় চারি সহস পুরুষ 50