পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ অধ্যায়।] করিন্থীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পত্র। 6 సె చి ১০ তাহার ধৰ্ম্ম নিত্যস্থায়ী ৷” যিনি বপনার্থক বীজ ও ভোজনার্থক অন্ন যোগাইয় দেন, তিনি তোমাদের বীজ যোগাইয়া বাহুল্য করিয়া তোমাদের ধৰ্ম্মের ১১ ফল বৃদ্ধি করুন ; তাহ হইলে তাবৎ বিষয়ে তোমাদের প্রচুর দানশীলতাতে আমাদের দ্বারা ঈশ্বরের ১২ ধন্যবাদ প্রকাশিত হইবে । কেননা তোমাদের এই দানকৰ্ম্মের দ্বারা পবিত্র লোকদের দীনতা দূর হইতেছে, তাহ কেরল নয় ; বরং তাহাদ্বারা ঈশ্বরের ১৩ ধন্যবাদও বাহুল্য ৰূপে হইতেছে । ফলতঃ তোমরা যে খ্রীষ্টের সুসমাচারের বশীভূত ইহা স্বীকার করিতেছ, এবং তাহদের ও অন্য সকলের প্রতি বড় দানশীল হইতেছ, তোমাদের এই দানদ্বারা তাহার ইহার প্রমাণ পাইয়া ঈশ্বরের ধন্যবাদ করিতেছে ; ১৪ এবং তোমাদের প্রতি ঈশ্বরের অনুগ্রহের বাহুল্য দেখিয়া তোমাদিগেতে অতিশয় প্রেম করিয়া তো১৫ মাদের নিমিত্তে নিত্য প্রার্থনা করিতেছে । ঈশ্বরের অনিৰ্ব্বচনীয় দানের নিমিত্তে র্তাহার ধন্যবাদ হউক! ১০ অধ্যায় । * ১ বিপক্ষ লোকদের নিকটে আপনাকে নিৰ্দ্দোষ করণ ৭ ও অন্য লোকদের কর্ম আপনাদের কর্ম বলিয়া প্লাঘ করণ প্রযুক্ত বিপক্ষগণকে দোষী করণ । ১ সাক্ষাতে ক্ষুদ্র কিন্তু অসাক্ষাতে এক জন মহতের ন্যায় যে তামি পোল, আমি খ্রীষ্টের নম্রতা ও কো২ মলতাদ্বারা তোমাদিগকে বিনয় করিতেছি । যাহার অামাদিগকে সাংসারিক আচারি জ্ঞান করে, তাহাদের বিরুদ্ধে যে স হিসেতে আমি সাহসিক হইতে স্থির করিয়াছি, উপস্থিত হওন সময়ে যেন তেমন 593