পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১ অধ্যায় ] করিন্থীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পত্র । ৫৯৫ সাহসিক হই না ; কিন্তু তাহারা আপনাদিগের পরিমাণ আপনার করিয়া আপনাদের তুলনা দিয়া জ্ঞা১৩ নির মত কৰ্ম্ম করে না । আমরা পরিমাণের অতিক্রমে শ্লাঘ না করিয়া আপনাদের প্রতি ঈশ্বরের দত্ত যে পরিমাপক রজজু তোমাদের নিকট পর্যন্ত যায়, ১ ৪ তদনুসারে শ্লাঘা করিব । তোমাদের নিকটে গিয় আমরা অন্যায় ৰূপে আপনাদের নিয়মিত পরিমাণ লঙ্ঘন করি তাহ নয় ; কেননা অন্যদের পূর্বে আমরা খ্রীষ্টের সুসমাচার প্রচার করিতে তোমাদের নি১৫ কটেও উপস্থিত হইলাম । তাহাতে আমাদের পরিমাণের বহির্ভূত অন্য লোকদের শ্রমের বিষয়ে আমর শ্লাঘা করি না । কিন্তু তোমাদের বিশ্বাস বৃদ্ধি হইলে আমরা তোমাদের দ্বারা অতিশয় বিস্তারিত ১৬ পরিমাণ প্রাপ্ত হইব, এবং পরের শ্রম ফলের বিষয়ে কোন আত্মশ্লাঘ না করিয়া, তোমাদের ওপারস্থ লোকদিগের নিকটে সুসমাচার প্রচার করিতে ১৭ পারিব, আমাদের এই প্রত্যাশা আছে । যে জন ১৮ শ্লাঘ। করে, সে পরমেশ্বরে শ্লাঘ করুক । যেহেতুক যে জন আপনার প্রতিষ্ঠা করে, সে প্রতিষ্ঠিত নয় ; কিন্তু প্রভু যাহার প্রতিষ্ঠা করেন, সেই প্রতিষ্ঠিত । ১১ অধ্যায় । ১ আবশ্যকতা প্রযুক্ত পৌলের আত্মশ্লাঘ ১১ ও বিপক্ষগণ অপেক্ষ আপনাকে ক্ষুদ্র না করণ কিন্তু গ্রীষ্টের নিমিত্তে শুমেতে ও দুঃখে অপিনাকে বড় দেখাওন । ১ তোমরা আমার এই অজ্ঞানত কিছু সহ্য কর, এই আমার বাঞ্ছা ; ইহাতে কিছু সহ করিতে হইবে । ং তামি এক স্বামিতে অর্থাৎ খ্রীষ্টে সমর্পণ করিতে 595