পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১ অধ্যয় ।] করিন্থীয় মণ্ডর প্রতি দ্বিতীয় পত্র। ৫১৭ থাকে, তবে অাখায়। দেশ সমুদয়ে এই শ্লাঘা করণের কথা কহিতে কেহ আমাকে বাধা দিতে পারিবে না । ১ ১ কিসের নিমিত্তে ? অামি কি তোমাদের প্রতি প্রেম ১২ করি না ? তাহ ঈশ্বর জানেন । কিন্তু যে২ লোক ছিদ্র অনুসন্ধান করে, তাহারা যেন ছিদ্র না পায়, এই জন্যে আমরা যাহা করিতেছি, তাহা করিব ; তাহাতে তাহারা যদ্বিষয়ে আত্মশ্লাঘ। করে, তদ্বিষয়ে ১৩ আমাদেরই তুল্য হয় ৷ ঐ ভাক্ত প্রেরিত ও মিথ্য কৰ্ম্মকারি সকল খ্রীষ্টের প্রেরিতদের সদৃশ বেশ ধারণ ১৪ করে । এ কিছু আশ্চৰ্য্য নয়, কেননা শয়তানই যদি ১৫ তেজস্বি দূতের সদৃশ বেশধারী হয়, তবে তাহার সেবকেরা যে ধৰ্ম্মসেবকদের বেশধারী হইবে, এ বড় আশ্চৰ্য্য নয় ; কিন্তু আপন২ ক্রিয়ানুসারে তাহীদের ফল হইবে । - - ১৬ আমি পুনৰ্ব্বার কহিতেছি, ইহাতে কেহ আমাকে নিৰ্ব্বোধ জ্ঞান না করুক ; কিন্তু যদি করে, তবে নির্বোধের ন্যায় আগমণকে গ্রহণ করুক, তাহাতে আমি . ১৭ কিঞ্চিৎ আত্মশ্লাঘা করিতে পারিব । এই যে (অলাশ্লাঘার ) কথা কহিতেছি, ইহা কিছু প্রভুর আজ্ঞানু১৮ সারে নয়, নিৰ্ব্বোধের ন্যায় কহিতেছি । অনেকে জাতির বিষয়ে শ্লাঘা করে, অতএব আমিও করিব । ১৯ তোমরা নিজে বুদ্ধিমান, এ প্রযুক্ত নির্বোবের ব্যব২ • হার সুন্দর রূপে সহ্য করিতে পার । ফলতঃ কেহ যদি তোমাদিগকে দাস করিয়া রাখে, কিম্বা তোমাদের সম্পত্তি গ্রাস করে, কিম্বা অপহরণ করে, কিন্ধ৷ আপনাকে উন্নত করিয়৷ মানে, কিম্বা তোমাদের গালে চপেটাঘত করে, তবে তোমরা এ সমস্তই সহ্য ক 597