পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৯৮ করিন্থীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পত্র। [১১ অধ্যায় । রিয়া থাক । আমরা দুর্বল, এই অপমানের বিষয়ে ২১ আমি ইহা কহি । যে কোন বিষয়ে অন্য কেহ সহসিক হয়, তাছাতে আমি আরো অধিক সাহসিক হই ; কিন্তু এই কথা অজ্ঞান লোকের মত কহিতেছি । তা- ২২ হারা কি ইব্রী লোক ? আমিও ইত্ৰী ; এবং তাহার। কি ইসায়েলী ? আমিও ইসায়েলী ; এবং তাহার। কি ইব্রাহীমের সন্তান ? আমিও ইব্রাহীমের সন্তান । এবং তাহারা কি খ্রীষ্টের সেবক ? নিৰ্ব্বোধের ন্যায় ২৩ কহিলে বলি, তাহদের অপেক্ষাও আমি তাহার বড় সেবক ; ফলতঃ তাছাদের অপেক্ষণ বিস্তর পরিশ্রমে ও অসংখ্যক প্রহারে ও অনেক বার কারাবন্ধনে ও অনেক বার প্রাণসংশয়ে পড়িলাম । আমি যিহুদীয়দের ২৪ হইতে পাচ বার উনচল্লিশ প্রহার, এবং তিন বার ২৫ বেত্ৰাঘাত, এবং এক বার প্রস্তরাঘাত ভোগ করিলাম ; আর তিন বার জাহাজ ডুবিতে ঠেকিলাম ; অগাধ জলে এক দিন এক রাত্রি ক্ষেপ করিলাম । এই ২৬ ৰূপে অনেক ২ বার যাত্রাতে, ও নদীশঙ্কটে ও দসু্যশঙ্কটে ও স্বদেশীয়দের শঙ্কটে ও বিদেশীয়দের শঙ্কটে ও নগরশঙ্কটে ও বনশঙ্কটে ও সমুদ্রশঙ্কটে এবং ভাক্ত ভ্রাতৃগণের শঙ্কটে ; এবং পরিশ্রমে ও ক্লেশে, ও বার ২ ২৭ জাগরণে, ও ক্ষুধাতে ও তৃষ্ণতে, ও অনেক বার অনাছারে, ও শীতে ও উলঙ্গ তাতে কালক্ষেপ করিলাম ; এবং নৈমিত্তিক সকল শ্রম ভিন্ন প্রতি দিনে মণ্ডলী- ২৮ সমূহের তত্ত্বাবধারণের ভার আমার উপরে বৰ্ত্তে । কোন ব্যক্তি দুৰ্ব্বল হইলে আমি দুৰ্ব্বল নহি ? এবং ২৯ কে বিঘ্ন পাইলে আমি উত্তপ্ত নহি ? যদি শ্লাঘার ৩৭ কথা আমাকে কহিতে হইল, তবে আপন দুর্বলতা 598