পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬ অধ্যায় ।] মথিলিখিত সুসমাচার । 6% ৩৯ ছিল । তদনন্তর তিনি লোকসমূহকে বিদায় করিয়া নৌকা রোহণ পূর্বক মগ্‌দলা প্রদেশে গেলেন । - ১৬ অধ্যায় । ১ ফিরুশী কতৃক অদ্ভুত চিহ্ন চেষ্টা করণ, ৫ ও শিক্ষারূপ তাড়ি বিষয়ক সাবধানের উপদেশ, ১৩ ও ীিষ্টের বিষয়ে লোকদের অনুমান ও পিতরের স্বীকার ২১ ও গ্রীষ্টের আপন মৃত্যু প্রকাশ করণ ও পিতরের প্রতি অনুযোগ করণ, ২৪ ও আপন পশ্চাদগামি লোককে উপদেশ করণ । তখন ফিৰশির ও সিদুকিরা আসিয় তাহার পরীক্ষার্থে আকাশে কোন এক চিহ্ন দেখাইতে র্তাহাকে নিবেদন করিল । তাহাতে তিনি উত্তর করিলেন, সন্ধ্যাকালে আকাশের রক্তিম দেখিলে তোমরা বলিয়া থাক, কল্য নিম্মল দিন হইবে ; এবং প্রাতঃকালে আকাশের রক্তবর্ণত ও মলিনতা দেখিলে বলিয়া থাক, আদ্য ঝড় হইবে । হে কপটিরা, তোমরা আকাশের চিহ্ন যদি বঝিতে পার, ৪ তবে এই কালের লক্ষণ কেন বুঝিতে পার না ? এই ক (t লের দুষ্ট ও ব্যভিচারি লোকের চিহ্নের অন্বেষণ করে; কিন্তু মূনস্ ভবিষ্যদ্বক্তার চিহ্ন ব্যতিরেকে আর কোন চিহ্ন তাহাদিগকে দেখান যাইবে না । তখন তিনি তাহদিগকে পরিত্যাগ করিয়। প্রস্থান করিলেন । তদনন্তর অন্য পারে গমন সময়ে তাহার শিষ্যের রুটী ৬ সঙ্গে লইতে বিস্মৃত হইল । পরে যীশু তাহাদিগকে কহি 영 ケ লেন, তোমরা সতর্ক হইয়। ফিৰশি ও সিদুকিদের তাড়ির প্রতি সাবধান হও । তাহাতে তাহারা পরস্পর বিবেচনা করিয়া কহিতে লাগিল, আমরা রুটী সঙ্গে আনি নাই, এই জন্যে ইহা কহিতেছেন । তাহ বুঝিয় যীশু তাহ দিগকে কহিলেন, হে অপবিশ্বাসিরা, তোমরা রুটী আন - 51