পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬০০ করিন্থীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পত্র । [১২ অধ্যায়। শ্ৰেষ্ঠ জ্ঞান করে, এই নিমিত্তে আমি তদ্বিষয়ে ক্ষান্ত রছিলাম। আর এই প্রকাশিত বাক্যের উৎকৃষ্টতাদ্বারা অামি যেন অপরিমিত অভিমান না করি, এই নিমিত্তে আমার অপরিমিত অভিমান ন হইবার জন্যে প্রহারকারি শয়তানের দূতস্বৰূপ এক কণ্টক আমার শরীরে বিদ্ধ হইল । অতএব তাহাহইতে যেন মুক্তি পাই, এই জন্যে প্রভুর নিকটে তিন বার প্রার্থনা করিলাম ; তাহাতে তিনি আমাকে কহিলেন, তোমার জন্যে আমার অনুগ্রহ সৰ্ব্বসাধক হয় ; দুর্বলতাতে অামার শক্তি পরিপূর্ণৰূপে প্রকাশ পায় ৷ অতএব তামাতে যেন খ্রীষ্টের ক্ষমতার অবস্থিতি হয়, এই নিমিত্তে আনন্দপূর্বক নিজ দুর্বলতাতে আত্মশ্লাঘা করিব। ফলতঃ খ্রষ্টের নিমিত্তে দুৰ্ব্বলতা ও নিন্দ ও দরিদ্রত ও বিপক্ষতা ও কষ্ট ইত্যাদি প্রাপ্ত হইলেও সন্তুষ্ট অাছি ; যেহেতুক নিজে দুৰ্ব্বল হইলেও বলবান হই । অামি তাপনি আত্মশ্লাঘ। করাতে নিৰ্ব্বোধের ন্যায় ১ ১ হইয়াছি, কিন্তু সে তোমাদেরই দোষে ; ফলতঃ তামার প্রশংসা করা তোমাদেরই উচিত ছিল, কেনন। আমি নগণ্যের মধ্যে এক জন হইলেও প্রধান প্রে রিতগণহইতে কোন অংশে নূ্যন নহি । সৰ্ব্ব প্রকারে ১২ ধৈর্য্যাবলম্বন ও আশ্চৰ্য্য ক্রিয় ও শক্তি ও অদ্ভুত লক্ষণ ইত্যাদি প্রেরিতের চিহ্ন তোমাদের মধ্যে প্রকাশিত ছিল । অামি যে তোমাদের প্রতি আপনার প্রতিপালনের ১৩ কোন ভার দি নাই, এই এক অংশ বিনা অন্য মণ্ডলীহইতে তোমরা কোন অংশে হীন হইয়া আছ ? আমার সেই দোষ মার্জন কর । দেখ, তৃতীয় বার ১৪ 600