পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায় ।] গলাতীয় মণ্ডলীগণের প্রতি পত্র । Nბe (t কটে যে সুসমাচার প্রচার করিয়াছি, তদ্ভিন্ন অন্য কোন সুসমাচার যদি আমরা কিম্বা স্বৰ্গীয় দূত ৯ প্রচার করে, তবে সে শাপগ্ৰস্ত হউক । পূর্বে যেৰূপ কহিয়াছিলাম, এখনও পুনর্বার তদ্রুপ কহিতেছি; অর্থাৎ তোমরা যে সুসমাচার গ্রহণ করিয়াছ, তদ্ভিন্ন অন্য কোন সুসমাচার কেহ যদি তোমাদের নিকটে ১ ০ প্রচার করে, তবে সে শাপগ্ৰস্ত হউক । আমি ঈশ্বরের, কি মনুষ্যের, কাহার অনুরোধ করিয়া থাকি ? আমি কি মানুষের অনুরোধ চেষ্টা করিয়া থাকি ? তাহা করিলে আমি খ্রীষ্টের সেবক হইতে পারি না । ১১ হে ভ্রাতৃগণ, আমাকর্তৃক যে সুসমাচার প্রচারিত হইয়াছিল, তাহ যে মনুষ্যের মতানুসারে নয়, ইহা ১২ তোমাদিগকে জ্ঞাত করিতেছি । আমি কোন মনুষ্যহইতে তাহা গ্রহণ করি নাই, এবং শিক্ষিতও হই নাই ; কেবল যীশু খ্রীষ্টের প্রকাশিত বাক্যদ্বারা তা- . ১৩ হা জ্ঞাত হইয়াছি । আর যিহুদীয় মতাবলম্বী হইয়া পূর্বে যে প্রকার ব্যবহার করিয়াছিলাম, অর্থাৎ যে প্রকারে ঈশ্বরের মণ্ডলীর প্রতি আতিশয় দৌরাত্ম্য করিয়। তাহার নাশ করিয়াছিলাম, তাহ আবশ্য শু১৪ নিয়া থাকিবা । আর পূর্বপুরুষ পরম্পরাগত ব্যবহার পালনে অত্যন্ত উ :দ্য গী হইয়। আমার স্বজাতীয় যত সমবয়স্ক ছিল, সৰ্ব্বাপেক্ষ আমি যিহুদী ধৰ্ম্মে তৎপর ১৫ ছিলাম। কিন্তু ঈশ্বর অনুগ্রহ করিয়া জন্মাবধি আ১৬ মাকে পৃথক করিয়া আহবান করিলেন, এবং অন্যদেশীয় লোকদের কাছে র্তাহার প্রসঙ্গ প্রকাশ করিবার জন্যে আপন পুত্রের তত্ত্ব আমার কাছে প্রকাশ ক ১৭ রিতে সন্তুষ্ট হইলেন । তাহাতে আমি মনুষ্যের স605