পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vბი vy গলাতীয় মণ্ডলীগণের প্রতি পত্র । [২ অধ্যায় । হিত পরামর্শ না করিয়া পূর্বনিযুক্ত যিৰূশালম নগরস্থ প্রেরিতগণের সহিত সাক্ষাৎ করিতে না গিয়া, তৎক্ষণাৎ আরবদেশে গেলাম ; পরে তথাহইতে পুনৰ্ব্বার দম্মেষক নগরে ফিরিয়া গেলাম । এই ৰূপে তিন ১৮ বৎসর গত হইলে পিতরের সহিত সাক্ষাৎ করণার্থে যিৰূশালম নগরে গিয়া পঞ্চদশ দিন পৰ্য্যন্ত তাহার সহিত বাস করিলাম । কিন্তু প্রভূর ভ্রাতা যাকুব ১৯ ব্যতিরেকে প্রেরিতগণের মধ্যে তার কাহাকেও দেখিলাম না । এই যে সকল কথা লিখিতেছি, দেখ, ২ • ঈশ্বর জানেন, ইহার একটি কথাও মিথ্য নয় । ত- ২১ হার পর সুরিয়া ও কিলিকিয় দেশে গমন করিলাম ; কিন্তু তৎকালে যিহুদাদেশস্থ খ্ৰীষ্টাশিত মণ্ডলীর লো- ২২ কদের সহিত আমার সাক্ষাৎ পরিচয় ছিল না । ‘ঘে ২৩ জন পূৰ্ব্বে আমাদের প্রতি দৌরাত্ম্য করিয়া ধর্মের নাশ করিয়াছিল, সে এখন ঐ ধৰ্ম্মের প্রচার করিতেছে, কেবল এ কথা শুনিয়াছিল । তাহাতে তাহার ২৪ আমার বিষয়ে ঈশ্বরের ধন্যবাদ করিতে লাগিল । ২ অধ্যায় । > ফিরুশালমে পৌলের গমন ও তাহার কারণ নির্ণয় > - 3 খ্ৰীষ্টধর্মের বিরুদ্ধাচরণের নিমিত্তে পিতরকে দোষী করণ। অনন্তর চৌদ্দ বৎসর গত হইলে আমি তীতকে ১ সঙ্গে লইয়া বর্ণববার সহিত যিৰূশালম নগরে পুনর্বার গমন করিলাম । ফলতঃ আমার অতীত ও বর্তমান ২ চেষ্ট। যেন বিফল না হয়, এই নিমিত্তে আমি সেই সময়ে ঈশ্বরের প্রত্যাদেশ প্রযুক্ত গমন করিয়া, যে সুসমাচার অন্যদেশীয়দিগের নিকটে প্রচার করিয়৷ থাকি, তাহ তথাকার লোকদের নিকটে, বিশেষতঃ 606