পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায় ।] গলতীয় মণ্ডলীগণের প্রতি পত্র । \ბამ, যাহারা মান্য, বিরলে তাহদের নিকটে নিবেদন ক৩ রিলাম । তাহাতে আমার সঙ্গি যুনানীয় লোক যে ৪ তীত, তাহারও স্বকছেদ করিতে হইল না । কেন ? লা, গুপ্ত ৰূপে মণ্ডলীতে প্রবি টি কএক জন ভক্ত ভ্ৰাত আমি দিগকে অধীন করিয়া রাখিবার তাশয়ে খ্ৰীষ্ট যীশুদ্বারা প্রাপ্ত আমাদের যে মুক্তিপদ, তাহার ৫ অনুসন্ধান করিতে চরের মত আসিয়াছিল । অতএব তোমাদের নিকটে বিদ্যমান যে প্রকৃত সুসমাচারের কথা, তাহার অন্যথা যেন না হয়, এতন্নিমিত্তে দণ্ড৬ মাত্রও তাহদের অধীনতা স্বীকার করিলাম না । তার যে কএক মান্য লোক ছিল, ( তাহারা প্রধান বা অপ্রধান, তাহাতে আমার কিছু আইসে যায় না, যেহেতুক ঈশ্বর কোন মনুষ্যের মুখাপেক্ষা করেন না ; ) সে প্রধান লোকেরা আমাকে কোন নূতন কথা দিল ৭ না ; কিন্তু ত্বকছেদিদের নিকটে সুসমাচার প্রচার করণের ভার যেমন পিতরকে দেওয়া গিয়াছিল, তেমনি অত্বকছেদিদের নিকটে সুসমাচার প্রচার করণের ৮ ভার আমাকে দত্ত হইয়াছে, ইহা দেখিল । যেহেতুক ত্বকছেদি লোকদের কাছে প্রেরিতত্ব কৰ্ম্মেতে যিনি পিতরের সাহায্য করিয়াছিলেন, তিনি অত্বকছেদিদের নিকটে আমারও তদ্রুপ সাহায্য করিয়াছেন । ৯ বিশেষতঃ আমরা যেন অন্যদেশীয়দের নিকটে যাই, এবং তাছারা যেন ত্বকছেদিদের নিকটে যায়, এই জন্যে স্তম্ভস্বৰূপ মান্য যে যাকুব ও কৈফ ( পিতর ) এবং যোহন, ইহারা আমাকে দত্ত যে অনুগ্রহ, তাহা জানিয়া আমাকে ও বর্ণববাকে সহায়ৰূপ দক্ষিণ ১ - হস্ত দিয়া বিদায় করিল । এবং দরিদ্র লোকদের 607