পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vს, ო br গলাতীয় মণ্ডলীগণের প্রতি পত্র । [১ অধ্যায় । প্রতি দান বিষয়ে মনোযোগ কর, তামাদের নিকটে কেবল এই প্রার্থনা করিল ; আমিও তদ্বিষয়ে উদুযোগী হইলাম । অপর পিতর অন্তিয়খিয়া নগরে তাইলে পর দোষী হওয়াতে তাহারি সাক্ষাতে তাহাকে অনুযোগ করিলাম । কারণ এই, সে পূৰ্ব্বে অন্যদেশীয়দের সহিত আহার ব্যবহার করিত, কিন্তু যাকুবের নিকট হইতে কএক জন ভাগমন করিলে পর ত্বকছেদিদের ভয়ে সেই ব্যবহার ত্যাগ করিয়া পৃথক হইল। এবং অন্য২ বিহুদীয়েরাও তেমনি প্রবঞ্চনা করিতে লাগিল ; তাহাতে বর্ণকাও সেই প্রবঞ্চনাতে প্রবঞ্চিত হইল। কিন্তু তাহারা সুসমাচারের মতানুসারে প্রকৃত ৰূপ আচরণ করে না, ইহা দেখিয়া অামি সকলের সাক্ষাতে পিতরকে এ কথা কহিলাম ; তুমি নিজে বিহুদী হইয়। যদি যিহুদীয় মত বিরুদ্ধ অন্যদেশীয় মত আচরণ কর তবে অন্যদেশীয় লোককে যিহুদীয়দের ন্যায় ব্যবহার করিতে কেন প্রবৃীিক্ত দিতেছ ? ব্যবস্থা পালন দ্বারা মনুষ্য পুণ্যবান গণিত হইতে পারে না, কেবল যীশু খ্রীটে বিশ্বাস করণদ্বারা হইতে পারে, বিহুদীবংশজাত এবং অন্যদেশীয়দের ন্যায় পাপী নহি যে আমরা, আমরাও ইহা জানিয়া খ্ৰীষ্ট ধীশুতে বিশ্বাসী হইয়। ব্যবস্থার কৰ্ম্ম দ্বারা নয়, কেবল খ্রীটে বিশ্বাসের দ্বারা পুণ্যবান গণিত হইতে চেষ্টা করিতেছি । কেনন। ব্যবস্থার পালন দ্বার। কোন প্রাণীই পুণ্যবান গণিত হইতে পারে না । কিন্তু খ্রীটের দ্বারা পুণ্যবান > ネ Y 5, S 8 > -y» 업 গণিত হইতে চেষ্টা করাতে যদি আমরাই পাপী । হই, তবে কি খ্রীষ্ট পাপের সেবক ? এমন নয় । 6C8