পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ు:e গলাতীয় মণ্ডলীগণের প্রতি পত্র । [৩ অধ্যায় । তবে তোমরা কি অনর্থক এই সকল ক্লেশ ভোগ করিয়াছ ? এমন হইতে পারে । যিনি তোমাদিগকে তাত্মি প্রদান করিয়া তোমাদের মধ্যে আশ্চৰ্য্য কৰ্ম্ম প্রকাশ করিলেন, তিনি ব্যবস্থার কৰ্ম্মম্বারা কি বিশ্বাসজনক শ্রবণীয় বাক্যদ্বার। তাছা করিলেন ? দেখ, “ ইব্রাহীম ঈশ্বরে বিশ্বাস করাতে ঐ বিশ্বাস তাহার “ পক্ষে পুণ্যার্থে গণিত হইল ;” অতএব যাহার বিশ্বাসাবলম্বী হয়, তাহারাই ইব্রাহীমের সন্তান, ইহা নিশ্চয় জানিও । আর অন্য দেশীয় লোকের বিশ্বাসদ্বারা ঈশ্বর কর্তৃক পুণ্যবান গণিত হইবে, ইহা তিনি অগ্রে জানিয়া, “ তোমাহইতে পৃথিবীর তাবৎ “ জাতি আশীৰ্ব্বাদ প্রাপ্ত হইবে,” ধৰ্ম্মপুস্তকের এই বচনদ্বারা পূর্ব কালে ইব্রাহীমকে সুসমাচার শুনাইয়াছিলেন । এ জন্যে বলি, যাহারা বিশ্বাসাবলম্বী হয়, তাহার। বিশ্বাসকারি ইব্রাহীমের সহভাগী হইয়। আশীৰ্ব্বাদ প্রাপ্ত হয় । কিন্তু যাহারা ব্যবস্থাকর্মবলম্বী, তাহারী শাপগ্রস্ত ; যেহেতুক লিপি আছে, “ যে কেহ এই ব্যবস্থা গ্রন্থে লিখিত কথা সকল “নিশ্চিন্দ্ৰ ৰূপে পালন না করে, সে শাপগ্ৰস্ত ।” আর পুণ্যবাল ব্যক্তি বিশ্বাস দ্বারাই বাচিবে ;” কিন্তু ব্যবস্থার সহিত বিশ্বাসের সম্পর্ক নাই ; “ যে “ কেহ তাহার বিধি সকল পালন করে, সে তাছা* দ্বার। বাচিবে ।” অতএব ব্যবস্থা দ্বারা কোন কেহ ঈশ্বরের নিকটে পুণ্যবান গণিত হইতে পারে না, তাহা ব্যক্ত হইতেছে । তার খ্রীষ্ট আমাদের নিমিত্তে আপনি শাপগ্রস্ত হইয়। ব্যবস্থার শাপহইতে আমাদিগকে মুক্ত করিয়াছেন ; যেমন লিপি আছে, 610 X o X > > ネ > へ○