পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ অধ্যায় ।] গলাতীয় মণ্ডলীগণের প্রতি পত্র । Wり>> ১৪ “যে জন বৃক্ষেতে টাঙ্গান যায় সে শাপগ্রস্ত ।” তাহাতে ইব্রাহীমের আশীৰ্ব্বাদ যীশু খ্ৰীষ্টদ্বারা অন্যদেশীয় লোকদের উপরে বর্তে, এবং বিশ্বাস দ্বার ১৫ আমরা প্রতিজ্ঞাত আত্মৰূপ ফল প্রাপ্ত হই । ছে ভ্রাতৃগণ, আমি মানুষের রীতিমত কহিতেছি ; কোন মানুষ যদি কোন নিয়ম স্থির করে, তবে কেহ তা১৬ হার ব্যুনাতিরেক করে না । ইব্রাহীম ও তাহার বংশের প্রতি সকল প্রতিজ্ঞ উক্ত ছিল ; তাহাতে বিংশ’ শব্দে বহুবচন না দিয়া একবচন দিয়া “তোমার ১৭ বংশ’ লিখিয়াছে, এবং এই বংশ খ্রীষ্ট । অতএব বলি, খ্রীষ্টসম্বন্ধীয় যে নিয়ম ঈশ্বর স্থির করিয়াছিলেন, তাহার পর চারি শত ত্রিশ বৎসর গতে স্থাপিত যে ব্যবস্থা, সেই ব্যবস্থা ঐ নিয়মের অন্যথা ক১৮ রিয়া ঈশ্বরের প্রতিজ্ঞ বিফল করিতে পারে না । কেননা ব্যবস্থাদ্বারা যদি তাধিকার প্রাপ্তি হয়, তবে প্রতিজ্ঞা দ্বারা নয় ; কিন্তু ঈশ্বর প্রতিজ্ঞাদ্বারা ইব্রাহীমকে X > বিনামূল্যে অধিকার দিয়াছিলেন । তবে ব্যবস্থার তাভিপ্রায় কি ? অভিপ্রায় এই, যে বংশকে প্রতিজ্ঞ দত্ত হইয়াছিল, তাছার অবতার যে পৰ্য্যন্ত না হয়, সে পৰ্যন্ত পাপ নিবারণের জন্যে দূতগণদ্বারা এক ২ - জন মধ্যস্থের হস্তে ঐ ব্যবস্থার স্থাপন হইল । একের মধ্যস্থ হয় না, পরন্তু ঈশ্বর একমাত্র আছেন । ২১ তবে ব্যবস্থা কি ঈশ্বরের প্রতিজ্ঞার বিরুদ্ধ ? তাহ। নয় ; কেননা পরমায়ু দিতে ব্যবস্থার যদি শক্তি থাকিত, তবে ব্যবস্থার দ্বারা অবশ্য পুণ্যপ্রাপ্তি হইত । ২২ কিন্তু প্রতিজ্ঞার ফল যেন যীশু খ্রীষ্টে প্রত্যয়দ্বারা তাবৎ বিশ্বাসকারির প্রতি বর্তে, এই জন্যে ধৰ্ম্মশাস্ত্রে 611