পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○>8 গল তীয় মণ্ডলীগণের প্রতি পত্র । [৪ অধ্যায় । শারীরিক পরীক্ষা দেখিয়াও হেয়াজন করিয়া অ|মাকে তুচ্ছ কর নাই, বরঞ্চ ঈশ্বরের এক দুতের ও সাক্ষাৎ ঘীশু খ্রীটের ন্যায় তা মাকে গ্রাহ্য ক রিয়াছ । অতএব সে সময়ে তোমাদের কেমন ১ ৫ আনন্দ ছিল ! তোমাদের বিষয়ে আমি এমত প্রমাণ দিতে পারি, যে তোমাদের যদি দাতব্য হইত, তবে আপনাদের চক্ষু পৰ্যন্ত উৎপাটন করিয়া আ| তে আমি কি তোমাদের শত্ৰু হইলাম ? ঐ লোকেরা ১৭ তোমাদিগের অনুরাগ করিতেছে বটে, কিন্তু উত্তমৰূপে নয় ; কেনন। তোমরা যেন তাহণদের অনুরাগ কর, এই অশিয়ে তাহার তোমাদিগকে ভিন্ন করিতে প্রয়াস পাইতেছে । পরন্তু সৰ্ব্বদা উত্তমের অনুরাগ ১৮ করা উচিত ; তোমাদের নিকটে আমি যে সময়ে উপস্থিত হই, কেবল সেই সময়ে নহে, সৰ্ব্ব দাই উচিত । হে আমার বালকেরা, যে পৰ্য্যন্ত ১৯ তোমাদের অন্তরে খ্ৰীষ্ট মূৰ্ত্তিমান না হন, তাবৎ কাল পুনর্বার প্রসব বেদনার ন্যায় আমার বেদন হইতেছে । আমি এক্ষণে তোমাদের নিকটে উপ- ২ • স্থিত হইয়। অন্য প্রকার কথা কহিতে বাঞ্ছা করি, কেনন তোমাদের বিষয়ে সন্দেহ করিতেছি । ー o ব্যবস্থার অধীন হইতে বাঞ্ছা করিতেছ যে তেল- ২১ মরা, তোমাদিগকে জিজ্ঞাসা করি ; সেই ব্যবস্থাতে তোমরা কি মনোযোগ কর না ? যেহেতুক এমন ২ ২ লিখিত আছে, ইব্রাহীমের দুই পুত্র ছিল ; এক পুত্ৰ দাসীগৰ্বজাত, এবং অন্য পুত্ৰ নিজ ভাৰ্য্যার গৰ্ব জাত । তাহদের মধ্যে দাসীগৰ্ব জাত যে পুত্র, ২৩ 614