পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ অধ্যায় ।] গলাতীয় মণ্ডলীগণের প্রতি পত্র। ৬১৫ সে ব্যবহারানুসারে জন্মিল ; এবং ভাৰ্য্যাগৰ্বজাত ষে ২৪ পুত্র, সে প্রতিজ্ঞানুসারে জন্মিল । এ বিষয় এক দৃষ্টান্তস্বৰূপ হইয়াছে, অর্থাৎ ঐ দুই স্ত্রী ঈশ্বরের দুই নিয়মের স্বৰূপ হইয়াছে । তাহার মধ্যে সীনয় পৰ্ব্বতহইতে দত্ত যে দাসত্বজনক নিয়ম, সেই নিয়মের ২৫ দৃষ্টান্তস্থল হইয়াছে হাজির নামী ঐ দাসী ; যেহেতুক হাজির শব্দে অরবিয়া দেশস্থ সীনয় পৰ্ব্বতকে বুঝায়, এবং সে আপনার বালকদের সহিত দাসত্বে ২৬ থাকাতে বৰ্ত্তমান যিৰূশালম নগরকেও বুঝায় । কিন্তু স্বৰ্গস্থ যিৰূশালম যে মুক্ত নগরী, সে আমাদের সক২৭ লের জননীস্বৰূপ । যেমন লিপি আছে; “হে সন্তান“হীনে বন্ধ্যে, তুমি আনন্দিত হও ; হে অপ্রসূতে, “তুমি জয়ধ্বনি ও উল্লাসের গান কর, কেননা বিবা“হিতার সন্তানদের অপেক্ষা অনাথার সন্তান অনেক ২৮ “ হয় ।” অতএব হে ভ্রাতৃগণ, যেমন ঈশ্বরের প্রতিজ্ঞার ফলস্বৰূপ ইসহাক জন্মিয়াছিল, আমরাও তেমনি ২৯ জন্মিয়াছি । কিন্তু তৎকালে ষে জন ব্যবহারানুসারে জন্মিয়াছিল, সে যেমন আত্মাহইতে জগতকে তাড়ন। ও • করিয়াছিল, তদ্রুপ এখনও হইতেছে। কিন্তু ধৰ্ম্ম গ্রন্থে এই লিখে, “এই দাসীকে ও ইহার পুত্রকে দূর “করিয়া দেও ; দাসীপুত্ৰ ভাৰ্য্যাজাত পুত্রের সহিত ৩১ “উত্তরাধিকারী হইবে না " হে ভ্রাতৃগণ, আমরা ঐ দাসীর বংশ না হইয়া মুক্ত স্ত্রীর বংশ হইয়াছি । ৫ অধ্যায় । ১ তবকচ্ছেদদ্বারা ত্ৰাণচেষ্টা করণে নিষেধ ও পরসপার প্রেম করিতে বিনয় ১৬ ও ইন্দ্রিয়ের কর্ম ও আত্মার কর্মের নির্ণয়। ১ খ্ৰীষ্ট আমাদিগকে যে মুক্তিপদে নিযুক্ত করিয়াছেন, 615