পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ অধ্যায় ।] গলাতীয় মণ্ডলীগণের প্রতি পত্র। ○めA ভ্রাতৃগণ, তোমরা মুক্তি পাইবার নিমিত্তে আহুত হইয়াছ, কিন্তু সেই মুক্তি উপলক্ষ্য করিয়া ইন্দ্রিয়ের অভিলাষ 贊f করিও না, বরং প্রেমের দ্বারা ১ ৪ এক জন অন্যের সেবা কর । যেহেতুক “তাপন “প্রতিবালিকে আত্মতুল্য প্রেম কর,” এই এক অজ্ঞাপালন করিলে তাবৎ ব্যবস্থ পালন সিদ্ধ হয় । ১৫ কিন্তু তোমরা যদি পরস্পর হিংসা করিয়া এক জন অন্যকে গ্রাস কর, তবে আপনাদের হইতে আপনারা যেন নষ্ট না হও, এই বিষয়ে সাবধান । ১৬ আমি ইহা বলি, তোমরা আত্মার ভাবে আচার ব্যবহার কর; তাহা করিলে ইন্দ্রিয়ের অভিলাব পূর্ণ ১৭ করিব না । তাত্মার ভাব ইন্দ্রিয়ের ভাবের সহিত বিরোধ করে, এবং ইন্দ্রিয়ের ভাব আত্মার ভাবের ইত বিরোধ করে ; এই উভয়ের পরস্পর বিরোধ হওয়াতে তোমরা ইচ্ছামত কৰ্ম্ম করিতে পার না । ১৮ কিন্তু যদি আত্মার ভাবেতে চালিত হও, তবে ব্যব১৯ স্থার অধীন নও । তার পরদার, ও বেশ্যাগমন, ও ২ অশৌচ ক্রিয়, ও কামাভিলাষ ও প্রতিমাপূজা, ও কুহক, ও শত্নতা, ও বিবাদ, ও দ্বেষ, ও ক্ৰোধ, ও কলহ, ও পার্থক্য, ও বিধৰ্ম্ম চরণ, ও ঈর্ষ্যা, ও বধ, ও মত্তত, ও লম্পটতা, ইত্যাদি নিতান্ত ইন্দ্রিয়ের ২১ কৰ্ম্ম । এই সকল কৰ্ম্ম বিষয়ে যেমন পূর্বে তোমাদিগকে কছিয়ছিলাম, তদ্রুপ এখনও ইহা কহিতেছি ; যাহার এই প্রকার কৰ্ম্ম করে, তাহারা কদাচ ঈশ্ব২২ রের রাজ্যে অধিকার পাইতে পরিবে না । কিন্তু প্রেম, ও আনন্দ, ও শান্তি, ও ধৈৰ্য্যাবলম্বন, ও প্র২৩ ণয়, ও দাতত্ব, ও বিশ্বস্ততা, ও মৃদুতা, ও পরিমিত 617