পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গলাতীয় মণ্ডলীগণের প্রতি পত্র। [৬ অধ্যায় । مرار في ভোগ, ইত্যাদি আত্মার ফল ; এই সকলের বিরুদ্ধ কোন ব্যবস্থা নহে । আর যাহারা খ্রীষ্টের আশ্রিত, ২৪ তাহারা (কণমাদি) রিপুর ও অভিলাষের সহিত ইন্দ্রিয়কে ক্রুশে বিদ্ধ করিয়াছে । অতএব আইস, আমরা ২৫ অগত্বার সম্বন্ধে সজীব হওয়াতে আত্মার ভাবে তাচার ব্যবহার করি, ও অভিমানী না হইয়া পরস্পর ২৬ ব্যঙ্গ দ্বেষাদি ত্যাগ করি । ৬ অধ্যায় । ১ দোষি ভূতাকে ক্ষমা করণের আবশ্যকতা ৬ ও উপদেশককে দান করণ ও সৎকর্মে প্রবৃত্ত হওনের কথা ১১ ও অকছেদ না মানিয়া গ্রীষ্টে পৌলের বিশ্বাস ও শ্লাঘা করণ। - হে ভ্রাতৃগণ, তোমাদের কেহ যদি কোন দোষগ্রস্ত ১ হয়, তবে পারমার্থিক যে তোমরা, তোমরাও পাছে তদ্রুপ পরীক্ষাতে পড়, ইহা বিবেচনা করিয়া নম্নভাবে তাহাকে পুনর্বার সুস্থির কর । এবং পরস্পর ২ এক জন অন্যের ভর বহিয়৷ খ্রীষ্টের আজ্ঞা পালন কর । কোন ব্যক্তি কিছুর মধ্যে ন হইয়া যদি আ- ৩ পনাকে বড় জ্ঞান করে, তবে সে আপনার ভ্রান্তি আপনি জন্মায় । অতএব প্রত্যেক জন অাপন কৰ্ম্মের ৪ পরীক্ষ আপনি করুক, তাহা করিলে সে অন্যহইতে আনন্দ না পাইয় আপনাহইতে পাইবে ; কেনন ৫ প্রত্যেক জন অণপন বোঝা বহিবে । যে জন ধৰ্ম্মোপদেশ প্রাপ্ত হয়, সে নিজ তাবৎ ৬ উত্তম দ্রব্যের কিঞ্চিৎ২ উপদেশককে দান করুক । তোমর। ভ্রান্ত হইও না ; ঈশ্বরকে প্রবঞ্চন করা যায় ৭ না ; যে মনুষ্য যাহা বুনে, সে তাছাই কাটিবে । শ- ৮ রীরের উদ্দেশে যে জন বুনে, সে শরীরহইতে বিনাশ 618