পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ অধ্যায় ।] গলাতীয় মণ্ডলীগণের প্রতি পত্র । Wり>為 ৰূপ শস্য পাইবে; কিন্তু যে জন আত্মার উদ্দেশে বুনে, সে আত্মাহইতে অনন্ত পরমায়ুৰূপ শস্য পাইবে । ৯ অতএব আইস, আমরা সৎকৰ্ম্ম করিতে অশ্রান্ত হই ; ক্লান্ত ন হইলে উচিত সময়ে তাহার ফল পাইব । ১• এ জন্যে আইস, আমরা সুযোগ পাইলে সকল লো কের বিশেষতঃ বিশ্বাসকারি পরিবারের মঙ্গল করি । ১১ হে ভ্রাতৃগণ, স্বহস্তে তোমাদিগকে কত বড় পত্র ১২ লিখিলাম, তাহা তোমরা দেখিতেছ । খ্রীষ্টের ক্রুশ প্রযুক্ত যেন তাড়ন না পায়, কেবল এই জন্যে যত লোক সংসারে সুখ্যাতির স্পৃহা করে, তাহার তোমা১৩ দিগের ত্বকছেদ করাইতে বহু যত্ন করে । তথাপি যাহারা ত্বকছেদ গ্রহণ করে, তাহার ব্যবস্থা পালন করে না ; কিন্তু তোমাদের ত্বকছেদ করণে যেন তাহার শ্লাঘা করে, এই জন্যে তাহা করিতে তো১৪ মাদিগকে প্রবৃত্তি দেয় । কিন্তু যাহাদ্বারা সংসারের পক্ষে আমি হত, এবং সংসারও আমার পক্ষে হত, এমন যে আমাদের প্রভূ যীশু খ্ৰীষ্টের ক্রুশ, তদ্ভিন্ন আর কোন বিষয়ে আমার শ্লাঘা করা না হউক । ১৫ খ্ৰীষ্ট যীশুর ধৰ্ম্মে ত্বকছেদ ও অত্বকছেদ উভয়েরই কিছু প্রভেদ নাই; কিন্তু যে নূতন সৃষ্টি, সেই সার । ১৬ আর যত লোক এই নিয়মানুসারে ব্যবহার করে, তাহাদিগকে ও ঈশ্বরের তাবৎ ইস্রায়েল লোকদিগ১৭ কে ঈশ্বর শান্তি ও দয়া প্রদান করুন । অদ্যাবধি কেহ আমাকে ব্যামোহ না দিউক, যেহেতুক আমি আপন শরীরে প্রভূ যীশুর চিহ্ন ধারণ করি । ১৮ হে ভ্রাতৃগণ, আমাদের প্রভূ যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের আত্মাতে থাকুক ! ইতি । - 619