ইফিৰীয় মণ্ডলীর প্রতি পেল প্রেরিতের পত্র। - DOSB ১ অধ্যায় । ১ মঙ্গলাচরণ ৩ ও বিশ্বাসি লোকদের ঈশ্বরকতৃক মনোনীত হওনের বিবরণ ১৫ ও এই নিগৃঢ় কথা বুঝিবার জন্যে ঈশ্বরের কাছে জ্ঞান প্রার্থনা করণ । ঈশ্বরের অভিমতানুসারে পোল নামে যীশু খ্ৰীষ্টের এক জন প্রেরিত, খ্ৰীষ্ট যীশুতে বিশ্বাসকারি ইফিষীয় পবিত্র লোকদের প্রতি পত্র লিখিতেছে । আ|মাদের পিতা ঈশ্বর এবং প্রভূ যীশু খ্ৰীষ্ট তোমাদিগকে অনুগ্রহ ও শান্তি প্রদান করুন ! আমাদের প্রভূ যীশু খ্রীষ্টের পিতা ঈশ্বর ধন্য ; যেহেতুক তিনি খ্রীষ্টদ্বার। আমাদিগকে তাবৎ পারমার্থিক বর দিয়া স্বগীয় স্থানে মঙ্গলপ্রাপ্ত করিয়াছেন । ফলতঃ তিনি তাপন সাক্ষাতে প্রেমেতে পবিত্র ও নিষ্কলঙ্ক করিবার অভিপ্রায়ে জগৎ সৃষ্টি করণের পূৰ্ব্বে খ্রীষ্টে অণমাদিগকে মনোনীত করিয়াছেন ; এবং আপন অনুগ্রহের প্রভাব প্রকাশ করণার্থে স্বেচ্ছাপূৰ্ব্বক নিজ অভিমতানুসারে যীশু খ্ৰীষ্টদ্বারা আপনার নিকটে পোষ্যপুত্ৰত্বপদ পাইতে আমাদিগকে নিৰূপণ করিয়াছেন ; আর আপনার অসীম অনুগ্রহ প্রকাশ করিয়া, র্যাহার রক্তপাতদ্বারা আমরা পরিত্রাণ অর্থাৎ পাপমোচন পাইয়াছি, সেই প্রিয় ব্যক্তির অ নুরোধে আমাদিগকেও অনুগ্রহের পাত্র করিয়াছেন ; 620
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।