পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায়।] ইফির্ষীয় মণ্ডলীর প্রতি পত্র। ৬২৩ এই প্রকার পাপে মৃত হইলেও দয়ার সাগর যে ঈশ্বর, তিনি আমাদের প্রতি যে মহাপ্রেম প্রকাশ করিয়াছেন, সেই প্রেমেতে খ্রীষ্টের সহিত আমাদিগকেও সজীব করিয়াছেন ; অতএব অনুগ্ৰহেতে তোমর পরিত্রাণ পাইয়াছ। এ প্রকারে খ্ৰীষ্ট যীশুদ্বারা আমাদের প্রতি র্তাহার দাতৃত্বে যেন র্তাহার অনুগ্রহন্ধপ অপরিমিত ধন ভবিষ্যৎ যুগে প্রকাশিত হয়, এই নিমিত্তে আমাদিগকে একত্র উঠাইয়া খ্ৰীষ্ট ৮ যীশুদ্বারা স্বগীয় স্থানে বসতি করাইয়াছেন । অত > > > ネ এব তোমরা অনুগ্রহ পাইয়। বিশ্বাসের দ্বারা পরিত্ৰাণ প্রাপ্ত হইয়াছ ; তাহ যে তোমাদের নিজের গুণে হইয়াছে এমন নয়, কিন্তু সে ঈশ্বরের দান হইয়াছে । এবং কাহারও যেন দৰ্প মা হয়, এই নিমিত্তে তাহা কোন কৰ্ম্মের ফলেও হয় নাই । কেনন আমরা তাহার সৃষ্ট বস্তু, এবং যে সদাচরণে কপলক্ষেপ করিতে ঈশ্বর অামাদিগকে পূর্বে নিৰূপণ করিয়াছেন, তাহ সাধনের নিমিত্তে আমরা খ্ৰীষ্ট যীশুদ্বারা সৃষ্ট হইয়াছি । * পূর্বে তোমরা পূর্বপুরুষানুক্রমে অন্যদেশীয় ड्ड्रेয়া হস্তকৃত ত্বকাছদিদের নিকটে অত্বকছেদী গণিত ছিল, এবং তৎকালে খ্ৰীষ্টহইতে ভিন্ন হইয়া ইস্রায়েল লোকদের অধিকারে অনধিকারী ছিল।, এবং প্রতিজ্ঞাযুক্ত নিয়মের বহির্ভূত হইয় প্রত্যাশারহিত ও ঈশ্বরবিহীন হইয়। সংসারে কালক্ষেপ করিত, এ ১৩ সকল তোমরা স্মরণে রাখ ; কিন্তু খ্রীষ্ট যীশুর আশ্রিত যে তোমরা, তোমরা পূর্বে झुल्लङ् इङ्ग्रेष्त्व७ গ্রাষ্টের রক্তপাতের গুণে এক্ষণে নিকটস্থ হইয়াছ । 623