পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y R Nう ৩ অধ্যায় ।] ইফিষীয় মণ্ডলীর প্রতি পত্র । ৬২৫ ভিন্নদেশীয় লোক যে তোমরা, তোমাদের নিমিত্তে আমি পোল যীশু খ্রীষ্টের বনী হইয়া আছি । তোমাদের নিমিত্ত্বে তামাতে সমৰ্পিত যে ঈশ্বরদত্ত অনুগ্রহপদ, তাহ। তোমরা শুনিয়া থাকিব । তার কি প্রকারে ঈশ্বর প্রকাশিত বাক্যদ্বারা ঐ নিগুঢ় কথা অামাকে জানাইয়াছেন, তাহ। পূৰ্ব্বে সংক্ষেপ ৰূপে লিখিয়াছি ; তাহ পাঠ করিলে খ্রীষ্টের নিগুঢ় বিষয়ে আমার কি পর্যন্ত জ্ঞান আছে, তাহা জ্ঞাত হইতে পারিব । আর সুসমাচারের দ্বারা ভিন্নদেশী য়ের সমানাধিকারী, ও একশরীরস্থ, ও খ্রীষ্ট সম্বন্ধীয় సె ঈশ্বরের প্রতিজ্ঞার সমানাংশী হইবে, এ কথা পূর্বকালের লোকদের নিকটে প্রকাশিত ছিল না, কিন্তু এইক্ষণে আত্মদ্বিারা পবিত্র প্রেরিত ও ভবিষ্যদ্বক্তগণের নিকটে প্রকাশিত আছে । আর আমাকে দত্ত ঈশ্বরের অনুগ্রহন্ধপ যে দান, ও কৰ্ম্ম সাধনে র্তাহার নে পরাক্রম, তদনুসারে তামি ঐ সুসমাচারের প্রচারক হইয়াছি । তাবৎ পবিত্র লোকের মধ্যে সৰ্ব্বাপেক্ষ। ক্ষুদ্র যে আমি, আমি যাহাতে অন্যদেশীয় লোকদের কাছে বোধের অগম্য খ্রীষ্টৰূপ নিধির সুসমাচার প্রচার করি, এবং ঈশ্বরের মনেতে কালাবস্থার পূর্ববধি গুপ্ত ছিল যে নিগুঢ় নিয়ম তাহা সকলকে জ্ঞাত ১ • করি, এমন অনুগ্রহপদ আমাকে দত্ত হইয়াছে । তার ঈশ্বরের নানাবিধ জ্ঞান যেন সম্প্রতি মণ্ডলীদ্বার স্বর্গ স্থ প্রধান ও পরাক্রমি দুতগণের নিকটে প্রকাশিত হয়, এই অভিপ্রায়ে তিনি যীশু খ্রীষ্টদ্বারা তাবৎ বস্তু সৃষ্টি করিয়াছিলেন । কারণ ষ হাতে বিশ্বাস করিয়া আমরা দৃঢ় ভক্তিতে ঈশ্বরের নিকটে যাইতে সাহস 625