পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o > * > ネ ৪ অধ্যায় ।] ইফিষীয় মণ্ডলীর প্রতি পত্র । ৬২৭ প্রভুর বন্দী আমি তোমাদিগকে এই বিনয় করিতেছি; তোমরা যে আহানে আহুত হইয়াছ, তাহার উপযুক্ত মতে আচার ব্যবহার কর । আর সর্বপ্রকার নম্রতা ও মৃদুতা ও ধৈর্য প্রকাশ পূর্বক প্রণয়েতে পরস্পর সহিষ্ণু হইয়। প্রেমৰূপ বন্ধনদ্বারা আত্মার ঐক্য রক্ষার্থে যত্নবান হও । আর তোমরা সকলে এক আহ্বানে আঙ্গুত হইয় এক প্রত্যাশী হইয়াছ, অতএব তোমাদের সকলের এক শরীর, ও এক আত্মা, ও এক প্রভু, ও এক বিশ্বাস, ও এক বাপ্তিস্ম, এবং সৰ্ব্বোপরিস্থ ও সৰ্ব্বান্তর্যামী ও তোমাদের মধ্যবৰ্ত্তি এক পিতা ঈশ্বর আছেন । তার খ্রীষ্টের দানের পরিমাণানুসারে আমাদের প্রত্যেক জনকে বিশেষ ২ অনুগ্রহ দত্ত হয় ; যেমন লিপি আছে, “তিনি উত্ত্বে “আরোহণ করিয়া জায়গণকে বন্দী করিয়া মনুষ্যদি“গকে বর প্রদান করিলেন।” তিনি উৰ্দ্ধে আরোহণ করিলেন, এই বাক্যের এই অর্থ, অগ্ৰে তিনি নীচস্থিত ভূতলে অবতীর্ণ হইয়াছিলেন ; আর যিনি অবতীর্ণ হইয়াছিলেন, তিনিই সকলের পূর্ণকারী হুইবার জন্যে সৰ্ব্বোপরিস্থ স্বগে আরোহণ করিলেন । আর বিশ্বাসের এবং ঈশ্বরের পুত্র বিষয়ক জ্ঞানের ঐক্যেতে আমরা সকলে যেন অবশেষে সম্পূর্ণ পুরুষাৰ্থ পাই, অর্থাৎ খ্রীষ্টের সম্পূর্ণ পরিমাণানুসারে পরিমাণ পাই, এই অভিপ্রায়ে তিনি পবিত্র লোকদিগকে সুস্থির করিতে, ও প্রচার সেবা কৰ্ম্ম সাধন করিতে, ও খ্রীষ্টের শরীরের অর্থাৎ মণ্ডলীর নিষ্ঠা ১৩ করিতে, কএক জন প্রেরিত, ও কএক জন ভবিষ্যদ বক্তা, ও কএক জন সুসমাচার প্রচারক, ও কএক 627