পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ অধ্যায় ।] ইফিষীয় মণ্ডলীর প্রতি পত্র। いう。 ১৭ মন্দ, অতএব দিন সফল কর ; এবং অবোধের ন্যায় ১৮ না থাকিয়া প্রভুর ইষ্ট কৰ্ম্মে তৎপর হও । আর যাহাহইতে সৰ্ব্বনাশ জন্মে, এমন সুরাপানে মত্ত হইও ১৯ না, কিন্তু আত্মাতে সম্পূর্ণ হও । এবং গীত ও ধন্যবাদের গান ও পারমার্থিক কীর্তনে পরস্পর আলাপ করিয়া প্রভুর উদ্দেশে মনের সহিত বাদ্য ও গান ২ . কর । বিশেষতঃ আমাদের প্রভূ যীশু খ্রীষ্টের নাম লইয়া সৰ্ব্বদা সকল বিষয়ের নিমিত্তে ঈশ্বরের কাছে ২১ কৃতজ্ঞতা স্বীকার কর । এবং ঈশ্বরহইতে ভীত হইয়৷ এক জন অন্য জনের বশীভূত इंट्र७ t ২২ হে নারী সকল, তোমরা যেমন প্রভুর বশীভূতা, ২৩ তেমনি নিজ ২ স্বামিরও বশতাপন্ন হও । কেননা মণ্ডলীৰূপ শরীর সম্বন্ধে খ্রীষ্ট যেমন মস্তকস্বৰূপ হইয়া শরীরের রক্ষাকৰ্ত্ত হইয়াছেন, তাদৃশ স্বামীও ২৪ স্ট্রীর মস্তকস্বৰূপ । অতএব মণ্ডলী যেমন খ্রীষ্টের বশীভূত, তেমনি নারীগণও তাবৎ বিষয়ে আপন২ ২৫ স্বামির বশীভূত হউক । আর হে পুরুষেরা, বাক্যৰূপ জলপ্রক্ষালনের দ্বারা মণ্ডলীকে পবিত্র করিবার ২৬ জন্যে, এবং তাবৎ কলঙ্ক ও জরাদিবিহীন ও দোষরহিত ও পবিত্র ও তেজস্বি ঐ মণ্ডলীকে তাণপনার ২৭ নিকটে স্থাপিত করিবার জন্যে খ্ৰীষ্ট যেমন আপনার প্রাণ পৰ্য্যন্ত দিয়। তাহার প্রতি প্রেম প্রকাশ করিলেন, ২৮ তোমরাও নিজ ২ স্ত্রীর প্রতি তদ্রুপ প্রেম কর । এই ৰূপে আপন২ শরীরের প্রতি যেমন প্রেম হয়, স্ত্রীর প্রতিও স্বামির তাদৃশ প্রেম করা উচিত ; কেননা যে জন অণপন স্ত্রীতে প্রেম করে, সে আপনাতেই ২৯ প্রেম করে । আর নিজ শরীরের প্রতি কেহ কখনো 631