পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s অধ্যায় ।] ইফিষীয় মণ্ডলীর প্রতি পত্র । ○NうNう ৭ সাক্ষাতে মনুষ্যদের তুষ্টিজনক কৰ্ম্ম না করিয়া আপনাদিগকে খ্রীষ্টের সেবক জ্ঞান করণ পূর্বক মন দিয়া স্বচ্ছন্দে ঈশ্বরের অভিমত কৰ্ম্ম সাধন কর । ৮ কেননা স্বাধীন হউক বা পরাধীন হউক, যে কেহ কোন সৎকৰ্ম্ম করে, সে প্রভুর নিকটে সে কৰ্ম্মের ৯ ফল পাইবে, ইহা জ্ঞাত আছ । আর হে কৰ্ত্ত সকল, তোমরাও তদনুসারে ব্যবহার করিয়া আপন২ দাসগণের প্রতি ভৎসনা ত্যাগ কর, কেননা যিনি কীহারও মুখাপেক্ষা করেন না, স্বর্গে তোমাদেরও এমন এক জন কৰ্ত্ত। অাছেন, ইহা তোমরা জান । ১ - হে আমার ভ্রাতৃগণ, শেষকথা এই ; তোমরা প্রভুর উপরে নির্ভর দিয়া তাহার বলে বলবান হও । ১ ১ শয়তানের নানাবিধ খলতা নিবারণ করিতে সক্ষম হইবার জন্যে ঈশ্বরদত্ত সজ্জাতে আপনাদের সুসজ্জা ১২ কর । কেননা আমরা কেবল রক্ত মাংস বিশিষ্টদিগের সহিত যুদ্ধ না করিয়া এই সংসার সম্বন্ধীয় অন্ধকারের প্রধান ও পরাক্রমি জগৎপতিদের অর্থাৎ আকাশস্থ পাপাত্মাদের সঙ্গে সংগ্রাম করিতেছি । ১৩ অতএব দুঃসময়ে যেন তাহদের আক্রমণ নিবারণ পূৰ্ব্বক সকলকে জয় করিয়া অটল হইয়া থাকিতে পার, এতন্নিমিত্তে ঈশ্বরদত্ত তাবৎ সজ্জাতে সজ্জীভূত ১ ৪ হও । ফলতঃ সত্যতাৰূপ কটিবন্ধনীতে কটি বন্ধন ১৫ করিয়া, পুণ্যৰূপ বুকপাট বক্ষে দিয়া, শান্তিদায়ক সুসমাচারৰপ আবরক পাদুক পদে অর্পণ করিয়া, ১৬ অটল হইয়া থাক । বিশেষতঃ যাহাতে পাপাত্মার অগ্নিবাণ সকল নিৰ্ব্বাণ করিতে সমর্থ হও, এমন ১৭ বিশ্বাসৰূপ ঢাল ধারণ কর । তদ্ভিন্ন পরিত্রাণৰূপ 633