ফিলিপীয় মণ্ডলীর প্রতি পৌল প্রেরিতের পত্র । -ساجعلایی--- ১ অধ্যায় । ১ মঙ্গলাচরণ ৩ ও ফিলিপীয়দের প্রত্যয়ের ফলের জন্যে পৌলের ধন্যবাদ করণ ও তাহীদের জন্যে তাহার প্রার্থনা ১২ ও গ্রীষ্টের সুসমাচার প্রচার করণে তাহার দুঃখের বিবরণ ২৭ ও সুসমাচারের বিধিমতে আচার ব্যবহার করিতে ও শত্রুদিগকে ভয় না করিতে তাহাদের প্রতি পৌলের বিনয় । ১ পৌল ও তীমথিয় নামে যীশু খ্রষ্টের দুই সেবক খ্রীষ্ট যীশুর ফিলিপীয় তাবৎ পবিত্র লোকদের প্রতি, এবং অধ্যক্ষদের ও সেবকদের প্রতি পত্র লিখিতেছে । ২ আমাদের পিতা ঈশ্বর ও প্রভূ যীশু খ্ৰীষ্ট তোমাদি গকে অনুগ্রহ ও শান্তি প্রদান করুন । ৩ তোমরা সুসমাচারের অংশী হইয়াছ, ইহা জানিয়া আমি যত বার তোমাদিগকে স্মরণ করি, তত বার ৫ ঈশ্বরের ধন্যবাদ করি ; এবং সানন্দ হইয়। প্রথমাবধি অদ্য পৰ্য্যন্ত আপন তাবৎ প্রার্থনাতে তোমাদের ৬ সকলের জন্যে নিরন্তর নিবেদন করিতেছি । কেনন। যিনি তোমাদের অন্তরে উত্তম কৰ্ম্মের আরম্ভ করিয়।ছেন, তিনি যীশু খ্রীষ্টের আগমন দিন পর্য্যন্ত তাহার সাধন করিবেন, ইহাতে আমার দৃঢ় বিশ্বাস ৭ অাছে । আর তোমাদের বিষয়ে অণমার এ প্রকার চিন্তা করা বিহিত বটে ; কেননা আমার বদ্ধ হওন ও উত্তর করণ ও সুসমাচারের দৃঢ় প্রমাণ দেওনের 635 8
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৪৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।