পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○b* ফিলিপীয় মণ্ডলীর প্রতি পত্র । [২ অধ্যায় । আত্মাতে স্থির হইতেছ ও এক মনেতে সুসমাচারের ধৰ্ম্মের নিমিত্তে যত্ন করিতেছ, এ সংবাদ যেন শুনিতে পাই, এই নিমিত্তে কেবল খ্রীষ্টের সুসামাচারের বিধিমতে ত্যাচার ব্যবহার কর । তার বিপক্ষদের ২৮ . বিপক্ষতাতে কোন প্রকারে ভীত হইও না, তাহাতে সেই বিপক্ষত ঈশ্বরদ্বারা তাহদের বিনাশের লক্ষণ, কিন্তু তোমাদের পরিত্রাণের লক্ষণ হইবে । কেনন। ২৯ তোমরা খ্রীষ্টের অনুরোধে অনুগ্রহ পাইয়া তাহার উপরে বিশ্বাস করিতে তাহা কেবল নয়, কিন্তু তাহার জন্যে দুঃখভোগও করিতে, এই দান প্রাপ্ত হইতেছ। আর পূর্বে আমাকে যে প্রকার যুদ্ধ করিতে দে- ৩ খিয়াছিল, এখনও যে ৰূপ যুদ্ধের কথা শুনিতেছ, তোমাদের প্রতিও তাদৃশ যুদ্ধ ঘটিতেছে । ২ অধ্যায় । ১ পরসপর প্রেম করিতে বিনয় ৫ ও গ্রীষ্টের দৃষ্টান্তদ্বারা নয় হইত্তে বিনয় ১ ২ ও অন্য লোকদের ও তাহাদের ফলের জন্যে ধর্মাচরণ করিতে বিনয় ১৭ ও তাহাদের সেবা করিতে পৌলের ইচ্ছা ও তাহাদের কাছে ভীমথিয় ও ইপফুদীতকে প্রেরণ করণের কথা । যদি খ্ৰীষ্ট দ্বারা কোন সান্থন ও আনন্দজনক প্রেম ১ ও আত্মার সহায়তা ও সুেস্থ ও দয়া হয়, তবে তো- ২ মর একচিত্ত, ও এক প্রেমের প্রেমী, ও একচেষ্ট, ও একপরামর্শ হইয়। আমার আনন্দ সম্পূর্ণ কর । বিরোধের কি অহঙ্কারের কোন কৰ্ম্ম করিও না, কিন্তু ৩ তোমরা প্রত্যেক জন নমুস্বভাব হইয়া আপনার অপেক্ষাও অন্য লোককে উত্তম জ্ঞান কর ; এবং ৪ কেবল আত্মবিষয়ে নহে, কিন্তু পরবিষয়েও মনো যোগ কর । 638