পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায় ।] ফিলিপীয় মণ্ডলীর প্রতি পত্র । Vかご為 ৫ খ্ৰীষ্ট যীশুর লেবাপ স্বভাব, তোমাদের ও তন্ত্রপ ও স্বভাব হউক । তিনি ঈশ্বরব্ধপী হওয়াতে ঈশ্বরের ৭ সদৃশ মানপ্রাপ্তিকে অপহরণ বোধ না করিলেও অাপনাকে ক্ষুদ্র করিয়া মনুষ্যবেশ ধারণ পূর্বক দাস৮ ৰূপী হইলেন । এই মতে মনুষ্যৰূপে পরিচিত হইश्लो भूङ्ग অর্থাৎ ক্রুশীয় মৃত্যু ভোগ পৰ্যন্ত অজ্ঞাবহ ৯ হইয়া নম্ৰতা স্বীকার কারলেন । অতএব ঈশ্বর তা১ • হাকে অতি উচ্চপদস্থ করিলেন, এবং স্বৰ্গ মর্ত্য পাতালস্থিত তাবৎ লোক যেন যীশুর নামে হুঁটু পা১১ তিয়া, পিতা ঈশ্বরের মহিম। প্রকাশের নিমিত্তে যীশু খ্ৰীষ্ট যে প্রভু হইয়াছেন, ইহা জিহাতে স্বীকার করে, এই নিমিত্তে র্তাহাকে সকল নামের মে প্রধান নাম দিলেন । ১২ হে আমার প্রিয় ভ্রাতৃগণ, তোমরা যেমন সর্বদ। তাজ্ঞা পালন করিয়৷ থাক, আমার সাক্ষাতে কেবল নয়, অসাক্ষাতে ততোধিক করিয়া থাক, ততক্ষপ এখনও করিয়া ভয় ও কম্পেতে তাপন ২ পরিত্র১৩ ণের কৰ্ম্ম সাধন কর । কারণ ঈশ্বর আপন অনুগ্রহুেতে তোমাদের মনের ইচ্ছা ও কৰ্ম্মের সমাপ্তি ১ ৪ উভয় সাধন করিতেছেন । অতএব তোমরা যাহীদের নিকটে পরমায়ুদয়ক বাক্য প্রকাশক জ্যোতিঃস্বৰূপ ১৫ হইতেছ, এমন কুটিল ও বিপথগামি লোকদের মধ্যে তোমরা যেন নির্দোষ ও নিষ্কপট ও ঈশ্বরের নিস্কলঙ্ক সন্তান হও, এই জন্যে বচস ও বিবাদ বিন। ১৬ তাবৎ কৰ্ম্ম কর । তাহতে আমার চেষ্টা ও পারশ্রম নিরর্থক না হওয়াতে খ্ৰীস্টের আগমন দিনে আমার আন দ হইবে । 639