পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭ অধ্যায় ] মথিলিখিত সুসমাচার। 6 (t ৯ তদনন্তর পর্বতহইতে নামিবার সময়ে যীশু তাহাদিগকে এই আজ্ঞা করিলেন, যাবৎ কবরহইতে মনুষ্যপুত্রের উত্থান না হয়, তাবৎ তোমরা এই দর্শনের কথা কাহা১০ কেও কহিও না । তখন শিষ্যেরা র্তাহাকে জিজ্ঞাসা করিল, প্রথমে এলিয়ের আগমন হইবে, অধ্যাপকের। তবে এই ১ ১ কথা কেন বলে ? তাহাতে যীশু উত্তর করিলেন, এলিয় প্রথমে আসিয়া সকল বিষয়ের সাধন করিবে, এই কথা ১২ সত্যই বটে ; কিন্তু আমি তোমাদিগকে কহিতেছি, এলিয় অগসিয়া গিয়াছে, এবং লোকেরা তাহাকে ন চিনিয়৷ তাহার প্রতি আপনাদের ইচ্ছানুসারে ব্যবহার করিয়াছে; আর তাহদের নিকটে মনুষ্যপুত্রকেও তদ্রুপ দুঃখ ভোগ ১৩.করিতে হইবে । তখন তিনি যোহন্‌ বাপ্তাইজকের বিষয়ে ঐ কথা কহিলেন, তাহার শিষ্যেরা এমত বুঝিল । ১৪ পরে তাহার লোকারণ্যের নিকটে আইলে এক জন ১৫ তাহার কাছে আসিয়া জানু পাতিয়া কহিল, হে প্রভো, আমার পুত্রের প্রতি দয়। করুন, সে মৃগীরোগেতে অত্যন্ত ব্যথিত হইয়া বারেই অগ্নিতে ও বারে২ জলের মধ্যে ১৬ পতিত হয় । অতএব আপনকার শিষ্যদের নিকটে তাহাকে আনিলাম, কিন্তু তাহারা তাহাকে সুস্থ করিতে পা১৭ রিল না । তখন যীশু উত্তর করিলেন, আরে অবিশ্বাসি ও বিপথগামি বংশ, আর কত কাল তোমাদের নিকটে থাকিব ? অার কত কাল বা তোমাদের ভার সহ্য করি১৮ ব? তাহাকে আমার কাছে এই স্থানে আন । পরে যীশু ধমক দিবামাত্র সেই ভূত তাহাকে ছাড়িয়া গেলে তদণ্ডে ১৯ সেই বালক সুস্থ হইল । অনন্তর শিষ্যেরা বিরলে খীশুর নিকটে আসিয়া কহিল, আমরা কেন সেই ভূতকে ২০ ছাড়াইতে পারিলাম না ? যীশু তাহাদিগকে কহিলেন, 55