পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○39 ফিলিপীয় মণ্ডলীর প্রতি পত্র । [২ অধ্যায় । অামি যদ্যপি তোমাদের বিশ্বাস ও সেবাৰূপ যজ্ঞে ১৭ তাহুতিস্বৰূপ হই, তথাপি তোমাদের সকলের সহিত আনন্দিত ও হৃষ্ট হইব । অতএব তোমরাও তামার ১৮ সহিত তানন্দিত ও হৃষ্ট হও । তোমাদের অবস্থা ১৯ অবগত হইয় যেন আপ্যায়িত হই, এতন্নিমিত্তে প্রভূ মীশুর অনুগ্ৰহেতে তীমথিয়কে তোমাদের নিকটে ত্বরায় প্রেরণ করিতে তামার বাসন হইতেছে । তা- ২ • সার নিকটে সৰ্ব্বতোভাবে তোমাদের মঙ্গল চিন্তাকারক তাহার সদৃশ আর কেহই নাই । প্রায় সকলে ২১ খ্রীষ্ট যীশুর বিষয়ে মনোযোগ না করিয়া আপন২ বিষয়ে মনোযোগ করে । কিন্তু পিতার সহিত পুত্র ২২ যেমন কৰ্ম্ম করে, সেও তামার সহিত তাদৃশ সুসমাচারের কৰ্ম্ম করিয়াছে, ইহার প্রমাণ তোমরাও জ্ঞাত আছে । অতএব আমার অদৃষ্টে যেৰূপ ঘটিবে, তাহ ২৩ জ্ঞাত হইলে আমি তৎক্ষণাৎ তোমাদের নিকটে তাহণকে পাঠাইতে সচেষ্ট হইব । তথাচ তামিও তো- ২৪ মাদের নিকটে ত্বরায় উপস্থিত হইব, ইহা প্রভুর দ্বার বিশ্বাস করিতেছি । তদ্ভিন্ন আমার সহসেন ও ২৫ সহকারি ভ্রাতা, অর্থাৎ আমার আবশ্যক বস্তু আনয়নার্থে তোমাদের প্রেরিত যে ইপক্ষুদীত, তাহাকেও তোমাদের নিকটে প্রেরণ করিতে প্রয়োজন বুঝিলাম । কেননা সে তোমাদের দর্শনাকাজক্ষী, আর তোমরা ২৬ তাহার পীড়ার সংবাদ শুনিলে সে বড় ভাবিত ছিল । সে পীড়াতে মৃতকল্প হইয়াছিল বটে, কিন্তু ঈশ্বর ২৭ তাহার প্রতি কৃপা করিয়াছেন ; কেবল তাহার প্রতি এমন নয়, আমার দুঃখের উপরে যেন আর দুঃখ না ঘটে, এই জন্যে আমারও প্রতি কৃপা করিয়াছেন । 640