পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○3R ম গুলীর প্রতি পত্র । [৩ অধ্যায় । ধৰ্ম্ম চরণে নির্দোষ ছিলাম । কিন্তু তত্তদ্বিষয়ে অামার যে২ লাভ ছিল, খন্টের নিমিত্তে সে সমস্তই ক্ষতি জ্ঞান করিলাম । ফলতঃ আমি আপন প্রভূ যীশু খষ্টের উত্তম ভানের নিমিত্তে সমস্তই ক্ষতিমাত্র জ্ঞান করি ; এবং খাষ্টৰূপ ধন প্রাপ্ত হইবার জন্যে সেই সমস্তের ক্ষতি স্বীকার করিয়। তাহ লোষ্ট্রবৎ জ্ঞান করি ; যেহেতুক আমি গ্রাষ্টেতে গ্রাহ হুইয়া ব্যবস্থস্বন্ধীয় যে স্বরুত পুণ্য তাহাতে নয়, কিন্তু খন্টেতে বিশ্বাস করণদ্বার। যে পুণ্য হয়, প্রত্যয়ের পণে ঈশ্বরদত্ত সেই পুণ্যে পুণ্যবান হইয়া, খষ্টিকে ও র্তাহার উত্থানের শক্তি ও র্তাহার দুঃখের ফলভোগ জ্ঞাত হইতে, এবং তাছার ন্যায় মৃত্যুর ভাগী হইয়া কোন ক্রমে মৃতদের উত্থানে অধিকার পাইতে ( চেষ্টা করিতেছি। ) আমি যে এখন তাবৎ প্রাপ্ত হইয়াছি, কি এখন সিদ্ধ হইয়াছি, তাহা নয় ; কিন্তু যাহার নিমিত্তে খ্ৰীষ্টকর্তৃক ধৃত হইয়াছিলাম, তাহ ধরিবার জন্যে আমি ধাবমান হইতেছি । হে ভ্রাতৃগণ, আমি যে তাহ ধরিয়াছি, এমন জ্ঞান করি না ; কেবল ইহা ( বলিতে পারি, ) পশ্চাৎস্থিত বিষয় না মানিয়া অগ্রস্থিত বিষয়ের চেষ্টাতে প্রাণপণ করিয়৷ খ্ৰীষ্ট যীশুদ্বারা উর্দুইইতে আহবানকার ঈশ্বরের দেয় পণ লক্ষ্য করিয়া দেীড়িতেছি । আমরা যত লোক সিদ্ধ হইতে চাক্তি, আইস, সকলেই এমন জ্ঞান করি ; কিন্তু কোন বিষয়ে যদি অন্য প্রকার জ্ঞান হয়, ঈশ্বর তোমাদের প্রতি তাহার উদয় করবেন । তখ।পি আমাদের যে পৰ্য্যন্ত জ্ঞানের গতি, তাইস, আমরা একচিত্ত হইয় তদনুসারে আচরণ করি । 6.42 To o S X > R > \こ。 > 8 X (t