পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অধ্যায় ।] ফিলিপীয় মণ্ডলীর প্রতি পত্র । vგზა. ১৭ হে ভ্রাতৃগণ, তোমরা আমার অনুগামী হইয়া তোমাদের দৃষ্টান্তস্বৰূপ যে আমরা, আমাদের তুল্য আ১৮ চারিদিগের আচার বিবেচনা কর । কেননা অনেকের আচরণের বিষয়ে আমি পুনঃ২ তোমাদিগকে কহিয়াছি, এখনও রোদন পূর্বক কহিতেছি, তাহারা খ্ৰী১৯ ষ্টের ক্রুশের শতু , অবশেষে তাহদের বিনাশ ঘটিবে ; তাহার। উদরকে ঈশ্বর জ্ঞান করিয়া লজ্জার বিষয় শ্লাঘ্য করিয়। মানে, এবং সংসার বিষয়ে আ|২ - সত্ত থাকে । কিন্তু আমরা স্বগার্থে আচার করিয়। ত্ৰাণকৰ্ত্ত প্রভূ যীশু খ্রীষ্টের স্বৰ্গহইতে আগমনের অ২ ১ পেক্ষা করিতেছি । তিনি যে মহাশক্তিদ্বারা তাবৎকে আপনার বশীভূত করিতে পারেন, সেই শক্তিদ্বার। আমাদের অধম শরীরকে আপনার তেজোময় শরীরের সদৃশ করিবেন। ৪ অধ্যায় । ১ বিশেষ নিবেদন ৪ ও নানা ধর্ম কর্মের বিষয়ে উপদেশ ১০ ও পৌলের কৃতজ্ঞতা ২১ ও নমস্কার প্রেরণ করণ । ১ হে আমার আনন্দ ও মুকুটস্বৰূপ, হে প্রিয়তম ও ইষ্টতম ও অতিশয় প্রিয় ভ্রাতৃগণ, তোমরা এই মত ২ প্রভুতে স্থির থাক । হে ইবদিয়া, হে সুন্তুর্থী, তোমর গ্রীষ্টে একচিত্ত হও, ইহা অামি তোমাদিগকে ৩ বিনয় পূৰ্ব্বক কহিতেছি । হে অামার সত্য সহকরি, তোমাকেও বিনয় করিয়া কহিতেছি, সুসমাচার প্রচার করণ সময়ে যে স্ত্রীগণ আমার সহিত পরিশ্রম করিয়াছে, তাহদের এবং ক্লীমি প্রভৃতি যাহদের নাম জীবনপুস্তকে লিখিত আছে, এমত আমার অন্য সহকারিদের উপকার কর । 643