পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

1) ফিলিপীয় মণ্ডলীর প্রতি পত্র । も8む খ্ৰীষ্ট, র্ত হার সহায়তাতে আমি সকলি করিতে পা১৪ রি । কিন্তু তোমরা আমার দীনতার সময়ে সুসার ১৫ করিয়া উত্তম কৰ্ম্ম করিলা । হে ফিলিপীয় লোকেরা, মাকিদনিয়া দেশে প্রথম বার সুসমাচার প্রচার করিলে পর আমি যখন তথাহইতে প্রস্থান করিলাম, তৎকালে তোমাদের ব্যতিরেকে অন্য মণ্ডলীর সহিত দানাদান বিষয়ে আমার কোন সম্পর্ক ছিল না, ইহা ১৬ তোমরা জান । আমার থিষলনীকী নগরে থাকন সময়ে তোমরা আমার দীনতা প্রযুক্ত এক বার ১৭ নহে, দুই বার দান পাঠাইয়াছিল । আমি যে তোমাদের নিকটে দীনের প্রার্থনা করি তাহ নয়, কিন্তু তোমাদের বহু লাভজনক ফল প্রথনা করি । ১৮ কেননা আমার কিছুরই অভাব নই, সকলি প্রচুর আছে ; ঈশ্বরের গ্রাহ ও তুষ্টিজনক সুগন্ধি নৈবেদ্যস্বৰূপ যে দ্রব্য তোমরা ইপক্ষুদীতের দ্বারা পাঠ১৯ ইয়াছ, তাহ পাইয়। আমি সম্পূর্ণ আছি । আমার ঈশ্বর আপন বিভবের ধনানুসারে খ্ৰীষ্ট যীশুর দ্বারা ২০ তোমাদের তাবৎ প্রয়ো জন সিদ্ধ করিবেন । সৰ্ব্বদ। অামাদের পিতা ঈশ্বরের ধন্যবাদ হউক । তামেন ! ২১ র্যীশু খ্রীষ্টের প্রত্যেক পবিত্ৰ জনকে নমস্কার কর ; আমার সঙ্গি ভ্রাতৃগণ তে মাদিগকে নমস্কার ২২ করিতেছে । এবং তাবৎ পবিত্র লোকের বিশেষতঃ ২৩ কৈসরের পরিজনের নমস্কার জানিবা । আমাদের প্রভূ যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের সকলের প্রতি হউক । ইতি ।

, . . .

645