পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলসীয় মণ্ডলীর গতি পৌল هص۔ প্রেরিতের পত্র । - سهمگی جمعیتیت ১ অধ্যায় । ১ মঙ্গলাচরণ ৩ ও কলসীয় লোকদের বিশ্বাসের নিমিত্তে পৌলের ধন্যবাদ করণ ১ ও তাহীদের পরিমার্থিক মঙ্গলের জন্যে পৌলের প্রাথন ও গ্রীষ্টের ঈশ্বরক্সের প্রমাণ ও তাঁহাদের প্রতি শ্রীটের তানুগ্রহ ২৪ ও পৌলের সুসমাচার প্রচার করিতে সেই অনুগ্রহের প্রাপ্তি। ঈশ্বরের ইচ্ছানুক্রমে পোল নামে যীশু খ্রীষ্টের এক জন প্রেরিত, ও তীমথিয় নামে আমাদের এক ভ্রাতা, কলসী নগর নিবাসি পবিত্র ও খ্রীষ্টের বিশ্বস্ত ভ্রাতাদের প্রতি পত্র লিখিতেছে । আমাদের পিতা ঈশ্বর ও প্রভূ যীশু খ্ৰীষ্ট তোমাদিগকে অনুগ্রহ ও শান্তি প্রদান করুন । খ্ৰীষ্ট যীশুতে তোমাদের বিশ্বাসের ও পবিত্র লোকদের প্রতি প্রেমের সংবাদ শুনিয়া আমরা স্বগেতে তোমাদের নিমিত্তে সঞ্চিত ভাবিসুখ প্রযুক্ত আপনদের প্রভূ যীশু খ্রষ্টের পিতা ঈশ্বরের ধন্যবাদ করিয়া সৰ্ব্বদা তোমাদের জন্যে প্রার্থনা করিয়া থাকি । তোমরা সেই ভাবিমুখের বৃত্তান্ত যে সত্য সুসমাচা- ৫ রের বাক্যদ্বারা শুনিয়াছ, তাহ সমুদয় জগজ্জনের । নিকটে যেমন উপস্থিত হয়, তজপ তোমাদের নিকটেও হইয়াছে ; অর্থাৎ তোমরা যদবধি ঈশ্বরের অনুগ্রহের কথা শুনিয়া সত্যৰূপে স্বীকার করিয়াছ, 646