পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●● ঘথিলিখিত সুসমাচার। [১৭ অধ্যায়। তোমাদের অবিশ্বাস প্রযুক্ত ; আমি তোমাদিগকে যথাখ কহিতেছি, যদি তোমাদের এক সর্ষপের মত বিশ্বাস হয়, তবে তোমরা এ পৰ্ব্বতকে এই স্থানহইতে ঐ স্থানে চল ? বলিলে সে তখনি চলিবে এবং তোমাদের আসাধ্য কৰ্ম্ম কিছুই থাকিবে না । কিন্তু প্রার্থনা ও উপবাস ২১ ব্যতিরেকে এ প্রকার ভূত ছাড়ান যায় না । অপর তাহদের গার্লীল প্রদেশে ভ্রমণ করিবার স- ২২ ময়ে যীশু তাহাদিগকে কহিলেন, মনুষ্যপুত্ৰ লোকদের হস্তগত হইবেন ; এবং তাহদের দ্বারা হত হইলে তৃতীয় ২৩ দিবসে উত্থাপিত হইবেন । তাহাতে তাহারা অত্যন্ত দুঃখিত হইল । 2. তদনন্তর তাহার কফনা নগরে আগমন করিলে ২৪ করসঞ্চয়কারির পিতরের নিকটে আসিয়া জিজ্ঞাসিল, তোমাদের গুরু কি মন্দিরের কর দেন না ? তাহাতে পি- ২৫ তর কহিল, দিয়া থাকেন । পরে সে গৃহমধ্যে আইলে তাহার কথা কহনের পূর্বেই যীশু কছিলেন, হে শিমোন, পৃথিবীর রাজার। আপন২ সন্তানদের কি অন্য লোকদের, কাহাদের হইতে কর ও রাজস্ব গ্রহণ করিয়া থাকে? এ বিষয়ে তোমার কি বোধ হয় ? পিতর কহিল, অন্য লোকদের ২৬ হইতে । তখন যীশু কহিলেন, তবে সন্তানের যুক্ত আছে । তথাপি আমরা যেন তাহদের বিসু ন জন্মাই এই জন্যে ২৭ তুমি সমুদ্রের তটে গিয়া বড়িশ ফেল, তাহাতে প্রথমে যে মৎস্য উঠিবে, তাহ ধরিয় তাহার মুখ খুলিলে এক তোলা ৰূপ পাইবা ; তাহ লইয়। আমার এবং তোমার নিমিত্তে তাহাদিগকে দেও !