পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ్రీ(tR কলসীয় মণ্ডলীর প্রতি পত্র । [৩ অধ্যায় । আছে । কিন্তু আমাদের পরমায়ুঃস্বৰূপ যে খ্ৰীষ্ট, তিনি যে সময়ে প্রকাশিত হইবেন, তৎকালে তোমরাও র্তাহার সহিত ঐশ্বৰ্য্যেতে প্রকাশিত হইবা । অণর তোমরা বেশ্যাগমন, ও অশুচি ক্রিয়া, ও অবিহিত সুেহু, ও কুঅভিলাষ ও দেবপূজাস্বৰূপ লোভ, পৃথিবীতে ( ইন্দ্রিয়ের ) এই সমস্ত কাৰ্য নিপাত কর । এই সকল কৰ্ম্ম প্রযুক্ত আজ্ঞালঙ্ঘনকারি লোকদের ৬ প্রতি ঈশ্বরের ক্ৰোধ বৰ্ত্তে । পূর্বে তোমরাও এই সকল ব্যবহার করিয়া কালক্ষেপ করিয়াছিল৷ ৷ কিন্তু ৮ এইক্ষণে ক্রোধ, ও রাগ, ও জিঘাংসা, ও দুর্মুখতা, ও মুখনিৰ্গত কুৎসিত আলাপ, এই সকল দূর কর । অণর তোমরা এক জন অন্যের প্রতি মিথ্যণকথা কহিও না ; কেননা তোমরা কৰ্ম্মের সহিত পুরাতন স্বভাব পরিত্যাগ করিয়া, সৃষ্টিকৰ্ত্তার প্রতিমূৰ্ত্তি অনু সারে জ্ঞানেতে পুননিৰ্ম্মিত যে নূতন স্বভাব, তাহ গ্রহণ করিয়াছ । তাহাদ্বারা বিহুদীয় কি অন্যদেশীয়, ও ত্বকছেদী কি অত্বকছেদী, ও মুেচ্ছ কি স্কুখীয়, ও স্বাধীন কি পরাধীন, ইহাদের কাহারও কিছুমাত্র বিশেষ নাই, কিন্তু খ্ৰীষ্ট সৰ্ব্বেসৰ্ব্বা আছেন । অতএব ঈশ্বরের মনোনীত লোকদের ন্যায় পবিত্র ও প্রিয় হইয়া, আন্তরিক দয়া ও অনুগ্রহ ও নমুত ও মৃদুতা ও ধৈর্য্যাবলম্বন এই সকলেতে বিভূষিত হও । তোমর সহ করিয়া পরস্পর অপরাধ ক্ষমা কর ; তোমাদের কাহারও সহিত যদি কাহারও বিবাদ উপস্থিত হয়, তবে খ্রীষ্ট যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন, তোমরাও তদ্রুপ কর । বিশেষতঃ সিদ্ধিদায়ক প্রেম বন্ধনে বদ্ধ হও । এবং ঈশ্বরদত্ত যে শান্তির নিমিত্তে 652 > X > R > へ○ X 8 X (t