পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ অধ্যায় |] কলসীয় মণ্ডলীর প্রতি পত্র । も(t\う তোমরা এক শরীরে আহুত হইয়াছ, সেই শান্তি তোমাদের মনে বিরাজমান হউক ; আর তোমরা ১৬ কৃতজ্ঞ হও । এবং খ্রীষ্টের বাক্য সমুদয় জ্ঞানেতে সম্পূৰ্ণৰূপে তোমাদের মধ্যে থাকুক ; এবং গীত ও ধন্যবাদ গান ও পারমার্থিক সংকীৰ্ত্তনদ্বারা পরস্পর উপদেশ ও পরামর্শ করিয়া মনের ভক্তিতে প্রভুর ১৭ উদেশে গণন কর । আর তোমরা কায়িক বা বাচনিক যে২ কৰ্ম্ম কর, প্রভূ যীশুর নামে তাহ সম্পন্ন কর, এবং র্তাহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ কর । ১৮ হে স্ত্রীগণ, তোমরা প্রভুর বিধিমতে স্বামির বশত:১৯ পন্ন হও । হে স্বামিগণ, তোমরা আপন২ ভাৰ্য্যার প্রতি কটু ব্যবহার না করিয়া তাহদের সহিত প্রেম ২ . কর । হে বালকগণ, তোমরা সমস্ত বিষয়ে পিতা মাতার আজ্ঞা পালন কর, কেননা এই কৰ্ম্ম প্রভুর ২১ সন্তোষজনক হয় । হে পিতৃগণ, তোমরা আপন২ বালকদিগের ক্রোধ জন্মাইও না, পাছে তাহদের ম২২ নোভঙ্গ হয় । হে দাসগণ, কেবল সাক্ষাতে মনুষ্যদের তুষ্টিজনক কৰ্ম্ম না করিয়া, ঈশ্বরে ভয় করণ পূর্বক অন্তঃকরণের সরলতাতে সৰ্ব্ববিষয়ে আপনাদের ঐহিক ২৩ প্রভুগণের আজ্ঞা পালন কর । এবং প্রভুহইতে স্বর্গ২৪ ধিকারব্ধপ ফল পাইব, ইহা জানিয়া তোমরা যে২ কৰ্ম্ম কর, তাহ মনুষ্যের উদ্দেশে না করিয়া প্রভুর উদ্দেশে প্রফুল্ল মনে কর ; যেহেতুক তোমরা প্ৰভু ২৫ খ্রীষ্টের সেবা করিতেছ। কিন্তু যে জন অসঙ্গত কৰ্ম্ম করে, সেই আপন অসঙ্গত কৰ্ম্মের প্রতিফল পাইবে ; ২৬ তাহাতে মুখাপেক্ষ হইবে না । আর হে কর্তৃগণ, স্বগে তোমাদেরও এক জন কৰ্ত্ত আছেন, ইহা জা 653