থিষলনীকীয় মণ্ডলীর প্রতি পেল প্রেরিতের প্রথম পত্র। ১ অধ্যায় । ১ মঙ্গলাচরণ ২ ও থিষলনীকীয়দের প্রত্যয় ও প্রত্যাশা ও প্রেম ও আচরণের প্রশ৭সা । পোল ও সীল ও তীমথিয় নামে তিন জন, পিত। ঈশ্বরের ও প্রভূ যীশু খ্রীষ্টের আশ্রিত থিষলনীৰ্কীয় মণ্ডলীর প্রতি পত্র লিখিতেছে ; তামাদের পিত। ঈশ্বর ও প্রভূ যীশু খ্ৰীষ্ট তোমাদিগকে অনুগ্রহ ও শান্তি প্রদান করুন । হে প্রিয় ভ্রাতৃগণ, আমাদের পিতা ঈশ্বরের সাক্ষাতে প্রভূ যীশু খ্রীষ্টে তোমাদের বিশ্বাসেতে যে কাৰ্য্য, ও প্রেমেতে যে পরিশ্রম, ও প্রত্যাশাতে যে ধৈর্য্য, তাহা স্মরণ করিয়া আমরা আপনাদের নিত্য প্রার্থনার সময়ে তোমাদের নাম উল্লেখ করিয়া তোমণদের সকলের নিমিত্তে সৰ্ব্বদা ঈশ্বরের ধন্যবাদ করিতেছি । তোমরা ঈশ্বরের মনোনীত হইয়াছ, ইহা আমরা জানি ; কেননা আমাদের সুসমাচার তোমাদের প্রতি কেবল কথামাত্র না হইয়া শক্তিবিশিষ্ট ও পবিত্র আত্মাযুক্ত ও বহু প্রমাণ সম্বলিত হইয়। উদয় পাইল ; আমরা তোমাদের মধ্যে থাকিয়া তো মাদের নিমিত্তে কি প্রকার ব্যবহার করিয়াছি, তাহ 656 Nう
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৬৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।