পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} থিষলনীকীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র । ৬৫৭ ৬ তোমরা জ্ঞাত আছে । এবং তোমরাও বহু ক্লেশ ভোগের দ্বারা পবিত্র আত্মার দত্ত আনন্দেতে বাক্য গ্রহণ করিয়া আমাদের ও প্রভুর অনুকারী হইয়া, ৭ মাকিদনিয়া ও অাখায়া দেশস্থ তাবৎ বিশ্বাসিদের ৮ দৃষ্টান্তস্বৰূপ হইয়াছ । আর মাকিদনিয়া ও অাখায়৷ দেশে তোমাদের কর্তৃক প্রভুর বাক্য প্রচারিত হইয়াছে, তাহ কেবল নয় ; প্রায় তাবৎ স্থানেই তোমাদের ঈশ্বরেতে বিশ্বাসের কথ। ব্যাপ্ত হইয়াছে ; এই নিমিত্তে তোমাদের বিষয়ে আমাদের কোন ৯ কথা কহিবার প্রয়োজন নাই । তোমাদের নিকটে আমাদের আগমন কেমন (ফলবান ) হইয়াছে, এবং কি প্রকারে তোমরা অমর ও সত্য ঈশ্বরের সে ১০ বা করণার্থে, এবং আপনার যে পুত্রকে তিনি কবরহইতে উঠাইয়াছেন, আগামি ক্রোধহইতে অামাদের সেই রক্ষাকৰ্ত্ত যীশুর স্বৰ্গহইতে আগমনের অপেক্ষ করণার্থে, প্রতিমাহইতে বিমুখ হইয়। ঈশ্বরের প্রতি ফিরিয়াছ, এ সকল কথা তাহার। আপনার প্রকাশ করে । * ২ অধ্যায় । ১ পৌলদ্বারা কি প্রকারে থিষলনীকীয়দের কাছে সুসমাচার প্রকাশিত হইল তাহার বিবরণ ১৩ ও তাহারা কি রূপে সুসমাচার গুহণ করিল তাঁহার বিবরণ ১৭ ও তাহীদের সহিত সাক্ষাৎ করিতে পৌলের ইচ্ছা । ১ হে ভ্রাতৃগণ, তোমাদের নিকটে আমাদের আগমন ২ বৃথা হয় নাই, ইহা তোমরা জ্ঞাত আছ । আর পূৰ্ব্বে আমরা ফিলিপ নগরে অনেক প্রকার দুঃখ ও অপমান সহ করিয়া ঈশ্বরের দ্বার সাহস পাইয় 657