পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৫৮ থিষ লনীকীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র। (২ অধ্যায়। বহু যত্ন পূর্বক নিৰ্ভয়ে ঈশ্বরের সুসমাচার তোমাদের নিকটে প্রচার করিলাম, তাহাও তোমরা জ্ঞাত আছ । আণমর ভ্রান্তিতে কি অশুচি ক্রিয়াতে কি প্রবঞ্চনাতে তোমাদিগকে উপদেশ দি নাই ; কিন্তু ঈশ্বরকর্তৃক - রীক্ষিত আমাদিগেতে যে ৰূপে সুসমাচার গচ্ছিত হুইয়াছিল, তদনুসারে আমরা মনুষ্যগণের তুষ্টিজনক না হইয়া আপনাদের অন্তঃকরণ পরীক্ষক ঈশ্বরের তুষ্টিজনক হইয়া প্রচার করিয়া থাকি । আমরা কখনো মনোরক্ষার কথা কহি নাই, এবং ছলন্ধপ বস্ত্রেতেও লোভকে আচ্ছন্ন করি নাই ; তাহ তোমরা জ্ঞাত আছে, এবং ঈশ্বরও তাহাতে সাক্ষী আছেন । আর আমরা তোমাদের হইতে কি অন্য লোকহইতে, কোন মনুষ্যহইতে সন্তুম চেষ্টা করি নাই ; তথাপি আমরা খ্রীষ্টের প্রেরিত হওয়াতে তোমাদের উপরে ভার দিতে পারিতাম ; কিন্তু তোমাদের নিকটে মৃদুভাব হইয়া, যেমন কোন মাতা স্তনপায়ি শিশুদিগকে প্রতিপালন করে, তক্রপে আমরা তোমাদের প্রতি সুেহ করিয়া, কেবল ঈশ্বরের সুসমাচার দিতে নয়, আপন২ প্রাণ পৰ্য্যন্তও দিতে সম্মত হইলাম ; যেহেতুক তোমরা আমাদের প্রিয় পাত্র হইয়াছ। হে ভ্রাতৃগণ, তোমাদের নিমিত্তে আমরা কত পরিশ্রম ও ক্লেশ ভোগ করিলাম, ও তোমাদের কাহারে। উপরে ভার না দিতে কি প্রকারে দিবারাত্রি পরিশ্রম করিয়া তোমাদের নিকটে ঈশ্বরের সুসমাচার প্রচার করিলাম, তাহ অবশ্য তোমাদের স্মরণে অাছে । আর বিশ্বাসি যে তোমরা, তোমাদের প্রতি আমরা কে মন পবিত্র ও যথার্থ ও নির্দোষ ৰূপে আচরণ 658 V) 영 У о